বিজ্ঞাপন

শরীরে আগুন লাগিয়ে ‘মানসিক ভারসাম্যহীন’ গৃহবধূর আত্মহত্যা

April 25, 2022 | 9:46 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

পাবনা: ঈশ্বরদীতে শরীরে আগুন লাগিয়ে ‘মানসিক ভারসাম্যহীন’ গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে। নিহত গৃহবধূ ছামিনা (৩৫) উপজেলার ছলিমপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের চরমিরকাারী দাঁইড়পাড়া এলাকার মো. সিদ্দিকের স্ত্রী।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুর আনুমানিক ১২টার দিকে শয়নকক্ষে নিজেই শরীরে আগুন লাগিয়ে দিলে এ ঘটনা ঘটে।

ঘটনাা সূত্রে জানাযায়, প্রায় ১৭ বছর আগে দাশুড়িয়া ইউনিয়নের সড়াইকান্দি এলাকার মো. মমিন কাজীর মেয়ে এবং চরমিরকামারী দাইড়পাড়া এলাকার মো. আতিয়ার মালিথার ছেলে মো. সিদ্দিকের বিয়ে হয়েছিল। গত প্রায় ৮/১০ বছর যাবৎ মানসিক সমস্যায় ভুগছিলেন ছামিনা।

মেয়ের মরদেহের পাশে আহাজারি করতে করতে মৃত ছামিনার মা বলেন, ‘আমার মেয়ে পাগল হওয়ার জন্য, সারা দেশের ডাক্তারের ওষুধ খাওয়াইছি। কত জায়গায় নিছি তাকে সুস্থ করে তোলার জন্য, তাও পারলাম না। সে আমাদের ছেড়ে চলেই গেল।’

বিজ্ঞাপন

প্রতিবেশী মো. ইসহাক আলী দেওয়ান জানান, দুই ছেলে ও অসুস্থ বউয়ের চিকিৎসার খরচ জোগাতে মো. সিদ্দিক এলাকাবাসীর থেকে সাহায্য তুলে ভারসাম্যহীন স্ত্রীকে, রাজশাহী মেডিকেল, নাটোর মিশন, পাবনা মানসিক হাসপাতালসহ বিভিন্ন জায়গায় চিকিৎসা করে আসছিলেন।

২নং ওয়ার্ডের ইউপি মেম্বার মো. সেন্টু মালিথা বলেন, ‘মৃত ছামিনার মানসিক অবস্থা এতটাই খারাপ ছিলো যে প্রায় প্রতিদিনই সে নানা ভাবে আত্মহত্যা করতে যেত। আজ সকালে নিজেই নিজের শরীরে আগুন দিয়ে আত্মহত্যা করে সে।’

সলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা ছামিনার মানসিক ভারসাম্যহীনতার কথা স্বীকার করেছেন। তিনি বলেন, ‘আমি ঘটনাস্থলে উপস্থিত হয়েছি, এলাকাবাসীর সঙ্গে সার্বিক বিষয় পর্যালোচনা সাপেক্ষে পরবর্তী কার্যক্রম পরিচালনা করবেন।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন