বিজ্ঞাপন

যশোরে ইদবস্ত্র বিতরণ অনুষ্ঠানে হামলা, যুবলীগ নেতাকে ছুরিকাঘাত

April 30, 2022 | 10:19 pm

সারাবাংলা ডেস্ক

ঢাকা: যশোরে যুবলীগের ইদবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সন্ত্রাসীদের হামলার ঘটনা ঘটেছে। শনিবার (৩০ এপ্রিল) সাড়ে চারটার দিকে শহরের রেলগেট এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

এ সময় কামরুজ্জামান মামুন নামে এক যুবলীগনেতা ছুরিকাহত হন। তাকে যশার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত কামরুামান মামুন শহরের চাচড়া রায়পাড়ার মৃত মোশাররফ হোসেনের ছেলে এবং যশোর জেলা যুবলীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক। একই ঘটনায় আবদুল কাদের নামে যুবলীগের এক কর্মী আহত হয়েছেন।

ঘটনার পরপরই ওই স্থানে প্রতিবাদ সমাবেশ করেছেন যুবলীগের বিক্ষুব্ধ নেতাকর্মীরা।

মামুন চাঁচড়া রায়পাড়া এলাকার মোশারফ হোসেনের পুত্র এবং আব্দুল কাদের আব্দুল মজিদের ছেলে।

বিজ্ঞাপন

সূত্র জানিয়েছেন, মামুন ও কাদের আওয়ামী লীগের এমপি গ্রুপের সমর্থক, এর আগে ছিলেন অন্য গ্রুপে। এ গ্রুপিংয়ের জের ধরে প্রতিপক্ষ তাদের ছুরিকাঘাত করে।

মামুন বলেন, ‘শহরের রেলগেট এলাকায় ইদবস্ত্র বিতরণ অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানের শুরুতে স্থানীয় কাউন্সিলর আলমগীর কবির ওরফে হাজি সুমনের উপস্থিতিতে সন্ত্রাসী শুভ, সাগর, মামুন, রনিসহ বেশ কয়েকজন হামলা করে। বাধা দিলে তারা আমাকে ছুরিকাহত করে।’

অভিযুক্ত কাউন্সিলর হাজি সুমন স্থানীয় সংসদ সদস্য শাহীন চাকলাদের অনুসারী বলে জানা গেছে।

বিজ্ঞাপন

এ ব্যাপারে হাজি ‍সুমন বলেন, ‘হামলার ওখানে আমি উপস্থিত ছিলাম না। অহেতুক আমাকে জড়ানো হয়েছে। রাজনৈতিক ফায়দা লোটার জন্য তারা আমাকে দোষারোপ করছে।’

সুমন আরও বলেন, ‘ঘটনাটি ইদবস্ত্র বিতরণ মঞ্চের কাছে ঘটেনি। বেশ দূরে ঘটেছে বলে জানতে পারি। ঘটনার অনেক পরে খবর পেয়ে আমি সেখানে উপস্থিত হয়েছিলাম। জানতে পেরেছি, মাদক বিক্রি দুই সিন্ডিকেটের দ্বন্দ্বের কারণে এই ঘটনা ঘটেছে।’

ঘটনার পরপরই যুবলীগের ওই নেতাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার জসিম উদ্দিন বলেন, ‘মামুন নামে একজন ছুরিকাহত হয়েছেন। তবে তিনি বিপদমুক্ত।’

বিজ্ঞাপন

কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম বলেন, ‘খবর শুনেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’

সারাবাংলা/একে

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন