বিজ্ঞাপন

বিশ্ব একাদশের বিপক্ষে শক্তিশালী ক্যারিবীয়ান স্কোয়াড

April 17, 2018 | 5:13 pm

সারাবাংলা ডেস্ক ।।

বিজ্ঞাপন

হ্যারিকেন ইরমা আর মারিয়ার আঘাতে ওয়েস্ট ইন্ডিজের অ্যাঙ্গুইলার জেমস রোন্যাল্ড ওয়েব স্টার পার্ক ও ডমিনিকার উইসডর পার্ক স্টেডিয়াম দুটি বেশ ক্ষতিগ্রস্থ হয়েছে। স্টেডিয়ামের ক্ষতিপূরণে এগিয়ে এসেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। স্টেডিয়ামের সংস্কারে লর্ডসে একটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নেয় বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। ম্যাচ থেকে প্রাপ্ত টাকা স্টেডিয়ামের সংস্কারে কাজে লাগানো হবে।

আর সেই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের বিপক্ষে খেলবে বিশ্ব একাদশ। আগামী ৩১ মে বিশ্ব একাদশের মুখোমুখি হবে ক্যারিবীয়ানরা। লর্ডসে অনুষ্ঠেয় এই ম্যাচটিকে আন্তর্জাতিক মর্যাদা দেওয়া হচ্ছে। কার্লোস ব্রাথওয়েইটকে অধিনায়ক করে সেই ম্যাচের জন্য ১৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ক্যারিবীয়ান ক্রিকেট বোর্ড।

১৩ সদস্যের দলকে শক্তিশালী করতে রাখা হয়েছে ক্রিস গেইল, আন্দ্রে রাসেল, এভিন লুইস, মারলন স্যামুয়েলসদের মতো তারকাদের।

বিজ্ঞাপন

এমন ম্যাচ আয়োজন করতে পেরে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সভাপতি ডেভ ক্যামেরন এক বিবৃতিতে জানিয়েছেন, ‘হ্যারিকেন ইরমা ও মারিয়ার বিধ্বংসী রূপে আমাদের পূর্বাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে অবস্থিত দুটি স্টেডিয়াম আবারো সংস্কার করতে হবে। এজন্য আমরা আইসিসির কাছে সহায়তা চেয়েছিলাম। তারা আমাদের একটি ম্যাচ আয়োজন করে দিচ্ছে। সেখান থেকে পাওয়া অর্থ দিয়ে স্টেডিয়ামের কাজ করা হবে।’

লর্ডসে এই ম্যাচ হবে বলে জানিয়ে তিনি আরও যোগ করেন, ‘আমি ব্যক্তিগতভাবে এমসিসিকে (মেরিলেবন ক্রিকেট ক্লাব) ধন্যবাদ জানাই। একই সঙ্গে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকেও, বিশেষ করে বোর্ড সভাপতি জাইলস ক্লার্ককে, যিনি এই পদক্ষেপকে সমর্থন জানিয়েছেন। আমি নিশ্চিত ম্যাচটি দর্শক টানবে ও প্রতিযোগিতামূলক হবে। একই সঙ্গে এমন একটি মঞ্চে পরিণত হবে, যেখানে অনুদান সংগ্রহ করা যাবে।’

১৩ সদস্যের ওয়েস্ট ইন্ডিজ দল: কার্লোস ব্রাথওয়েইট (অধিনায়ক), দিনেশ রামদিন (উইকেটরক্ষক), স্যামুয়েল বদ্রি, রায়াদ এমরিত, আন্দ্রে ফ্লেচার, ক্রিস গেইল, এভিন লুইস, অ্যাশলে নার্স, কেমো পল, রভম্যান পাওয়েল, আন্দ্রে রাসেল, মারলন স্যামুয়েলস এবং কেরসিক উইলিয়ামস।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন