বিজ্ঞাপন

বাচিকশিল্পী পার্থ ঘোষ আর নেই

May 7, 2022 | 4:16 pm

এন্টারটেইনমেন্ট ডেস্ক

আবৃত্তি জগতে নক্ষত্রপতন। মারা গেলেন পশ্চিমবাংলার বাচিকশিল্পী পার্থ ঘোষ। শনিবার (৭ মে) ভোরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তার। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

বিজ্ঞাপন

পরিবার সূত্রে ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, অসুস্থতার কারণে দিন কয়েক আগে হাওড়ার এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। গলায় অস্ত্রোপচার হয়েছিল। এরপর প্রবীণ বাচিকশিল্পীর শারীরিক পরিস্থিতি অনেকটা স্থিতিশীল ছিল। আচমকা হৃদরোগে আক্রান্ত হন। এরপরই তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে আইসিইউতে রাখা হয়েছিল। শনিবার ভারতীয় সময় সকাল ৭টা ৩৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাচিকশিল্পী।

গত বছরের ২৬ আগস্ট মৃত্যু হয় পার্থ ঘোষের স্ত্রী তথা বিখ্যাত বাচিকশিল্পী গৌরী ঘোষের। রেডিওতে উপস্থাপক হিসেবে পেশাজীবনের শুরু হয় এই আবৃত্তিকার দম্পতির। দীর্ঘ দিন তারা আকাশবাণী কলকাতার সঙ্গে যুক্ত ছিলেন। ‘কর্ণ-কুন্তী সংবাদ’-এর সুবাদে এক সময় পার্থ ঘোষ এবং গৌরী ঘোষের প্রচুর জনপ্রিয়তা অর্জন করেছিলেন। সেই সময় ‘কুন্তী’র ভূমিকায় ছিলেন গৌরী এবং ‘কর্ণে’র ভূমিকায় ছিলেন পার্থ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএসজি

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন