বিজ্ঞাপন

দুর্ঘটনায় রাজীবেরও ভুল দেখছেন ওবায়দুল কাদের

April 18, 2018 | 1:06 pm

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী রাজীব হোসেনের সড়ক দুর্ঘটনার নিহতের ঘটনায় রাজীবের ভুলকেই দায়ী করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘এর সঙ্গে তো সড়ক ব্যবস্থাপনা দায়ী না? গাড়িটা যারা চালাচ্ছে এবং গাড়ীতে যারা আরোহী, তারা দায়ী হতে পারে? ওই ছেলেটাও ভুল করতে পারে। তার দাঁড়ানোটা সঠিক নাও হতে পারে?’

বুধবার (১৮ এপ্রিল) দুপুরে রাজধানীর এফডিসির সামনে হাতিরঝিলের এন্ট্রি পয়েন্টে বিআরটিএর ভ্রামমাণ অভিযান পরিদর্শনের সময় সাংবাদিকদের এসব কথা বলেন।

গত ৩ এপ্রিল কারওয়ান বাজারে বিআরটিসি ও স্বজন পরিবহনের দুটি বাসের প্রতিযোগিতার বলি হয়ে বিআরটিসির বাসে থাকা রাজীবের একটি হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় সে মাথাও প্রচণ্ড আঘাত পায়। গত দুসপ্তাহ ধরে চিকিৎসকরা চেষ্টা করেও জীবন-মৃত্যুর সাথে পাঞ্জা লড়া রাজীব শেষ পর্যন্ত মারা যান। ১৬ এপ্রিল মধ্যরাতে লাইফ সাপোর্টে থাকা রাজীবকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। মঙ্গলবার তার মরদেহ পটুয়াখালীর গ্রামের বাড়িতে দাফন করা হয়। রাজধানীর সরকারি তিতুমীর কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন রাজীব হোসেন। তৃতীয় শ্রেণির ছাত্র থাকাকালে তিনি মাকে হারান। আর বাবাকে হারান অষ্টম শ্রেণিতে পড়ার সময়।

বিজ্ঞাপন

বাংলাদেশে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সবারই সচেতনতা জরুরি প্রয়োজন বলে দাবি করে ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের দেশে আজকে দুর্ঘটনা বলুন, যানজট বলুন, এগুলো আমরা যদি এড়াতে চাই, কমাতে চাই, সহনীয় পর্যায়ে নিয়ে আসতে চাই তাহলে আমাদের মানসিকতার পরিবর্তন করা খুবই জরুরি। আমাদের চালক, যাত্রী ও পথচারীদের সবারই মানসিকতার পরিবর্তন জরুরি।’

সম্প্রতি রাজীবের দুর্ঘটনার বিষয়টি উল্লেখ করে কাদের বলেন, একটা গাড়ির হেলপার, দেখলাম তার একটা হাত চলে গেছে। পাশাপাশি দুইটি গাড়ি বেপরোয়া, একটার আগে আরেকটা ওভারটেক নেওয়ার সময়।’

‘এখন এই ছেলেটি, তাকেও গাড়িতে সতর্কভাবে দাঁড়াতে হতো। আরেকটা গাড়ি তো পাশ দিয়ে অতিক্রম করতে পারে? এসব বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখা দরকার।’

বিজ্ঞাপন

ফুটওভার ব্রিজ থাকার পরও পাশ দিয়ে রাস্তা অতিক্রম করার প্রবণতা নিয়ে বিরক্তি প্রকাশ করেন সড়ক পরিবহন মন্ত্রী।

দুর্ঘটনার বিষয়গুলোকে বাস্তবভিত্তিকভাবে দেখার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘ছেলেটার হাত চলে গেছে- একটা ইমপরটেন্ট কাগজে দেখলাম, এটা সড়ক ব্যবস্থাপনাকে দায়ী করা হয়েছে। এর সাথে সড়ক ব্যবস্থাপনার কি সম্পর্ক?

এ সময় আপনি কাকে দায়ী করবেন? এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘এর সঙ্গে তো সড়ক ব্যবস্থাপনা দায়ী না? গাড়িটা যারা চালাচ্ছে এবং গাড়ীতে যারা আরোহী, তারা দায়ী হতে পারে? ওই ছেলেটাও ভুল করতে পারে। তার দাঁড়ানোটা সঠিক নাও হতে পারে।’

এ ব্যাপারে চালকদের সচেতনতটা খুব বেশী জরুরি দাবি করে মন্ত্রী আরও বলেন, একজনের গাড়ী ওভারটেক করতে গিয়ে হাত গেল? এটার সঙ্গে সড়কের কি সম্পর্ক?

বিজ্ঞাপন

এ বিষয়ে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাড়িতে হামলার ঘটনার তুলনা করে ওবায়দুল কাদের বলেন, বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলন, …ভিসির বাড়ি ভাংচুর হলো, এর সঙ্গে ভিসির কি সম্পর্ক? কোটার সাথে? এটা তো ওইরকম একটা কিছু, এর সাথে সড়ক ব্যবস্থাপনার কোনো সম্পর্ক নেই।

সারাবাংলা/এনআর/এমআই

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন