বিজ্ঞাপন

রাজীবের পরিবারকে এককালীন ৫০ হাজার টাকা দেওয়া হবে : মেনন

April 18, 2018 | 1:17 pm

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: সড়ক দুর্ঘটনায় নিহত রাজীবের পরিবারকে এককালিন ৫০ হাজার টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন।

বুধবার (১৮ এপ্রিল) দুপুরে সমাজকল্যাণ মন্ত্রনালয়ে আয়োজিত বস্তিতে থাকা এক মা ও শিশুকে মন্ত্রনালয় থেকে আর্থিক অনুদান দেয়া উপলক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে এ কথা জানান রাশেদ খান মেনন।

এ সময় সমাজকল্যাণ মন্ত্রী আরও জানান, রাজীবের দুই ভাইয়ের পড়ালেখার দায়িত্ব নেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছে। তারা এখন মীর হাজিরবাগ এলাকার একটি মাদ্রাসায় পড়ছেন। রাজিবের দুই ভাই রাজি হলে তাদেরকে মিরপুর শিশু পরিবারে স্থানান্তর করা হবে।

বিজ্ঞাপন

এদিকে, বস্তিতে থাকা এক মা ও শিশুকে মন্ত্রনালয় থেকে আর্থিক অনুদান দেয়া প্রসঙ্গে সমাজকল্যাণ মন্ত্রী বলেন, কোহিনুর বেগম বস্তিতে থাকে। তার সম্পর্কে আমি পত্রিকা থেকে জেনেছি। তিনি বস্তিতে থেকে তার মেয়েকে পড়ালেখা করাচ্ছেন। পথশিশু নিয়ে সরকারি প্রতিষ্ঠান সুরভীতে তার মেয়ে পড়ে। কোহিনুর বেগম একজন প্রতিবন্ধি। আমরা আমাদের মন্ত্রনালয় থেকে প্রতিমাসে ৭০০ টাকা দেয়ার ব্যবস্থা করেছি কোহিনুরকে।

সারাবাংলা/এইচএ/জেএএম

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন