বিজ্ঞাপন

শিশু নির্যাতনের মামলায় ইসলামিক বক্তা কারাগারে

May 17, 2022 | 9:03 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

রাজশাহী: নগরীর পবার আল জামিয়া আল সালাফিয়া মাদরাসার চতুর্থ শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে পিটিয়ে জখম করার মামলায় ইসলামিক বক্তা আবদুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

আবদুর রহমান আল জামিয়া আল সালাফিয়া মাদরাসার শিক্ষক। তার বাবা আবদুর রাজ্জাক বিন ইউসুফ ওই প্রতিষ্ঠানটির অধ্যক্ষ। মঙ্গলবার (১৭ মে) দুপুরে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আসামি আবদুর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী ইব্রাহিম হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, মামলার আসামি আবদুর রহমান উচ্চ আদালতের অন্তবর্তীকালীন জামিনে ছিলেন। উচ্চ আদালত তাকে নিম্ন আদালতে হাজির হতে বলেছিলেন। সে অনুযায়ী তিনি নিম্ন আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত তা নাকচ করে তাকে কারাগারে পাঠান।

গত ১৬ মার্চ মাদরাসার দুই শিক্ষার্থীর টাকা হারানোর ঘটনা ঘটে। এ সময় আবদুর রহমানের ভাইয়ের ছেলে এবং ওই মাদরাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর বিরুদ্ধে টাকা চুরির অভিযোগ তোলেন রামিম হোসেন নামের এক শিক্ষার্থী।

বিজ্ঞাপন

এতেই ক্ষিপ্ত হয়ে পাইপ দিয়ে রামিম হোসেনকে বেপরোয়া পেটাতে থাকেন আবদুর রহমান। এ সময় বেশ কয়েকবার রামিম জ্ঞান হারিয়ে ফেলেন। পরে পরিবারের সদস্যরা রামিমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় রামিমের বাবা বাদী হয়ে আব্দুর রহমানকে আসামি করে নগরীর শাহমখদুম থানায় মামলা দায়ের করেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএস

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন