বিজ্ঞাপন

মিরপুরে জমেছে নর্থ-ইস্ট জোনের ম্যাচ

April 18, 2018 | 5:15 pm

স্টাফ করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) পঞ্চম রাউন্ডে মুখোমুখি হয়েছে নর্থ জোন এবং ইস্ট জোন। দ্বিতীয় দিন শেষে ইস্ট জোন ৩০৫ রানে পিছিয়ে আছে। নিজেদের প্রথম ইনিংসে নর্থ জোন সবকটি উইকেট হারিয়ে তোলে ৪১৫ রান। জবাবে, বিনা উইকেটে ইস্ট জোনের সংগ্রহ ১১০ রান।

আগে ব্যাটিংয়ে নামা নর্থ জোনের ওপেনার মিজানুর রহমান ৪৬ আর জুনাইদ সিদ্দিকী ৭ রান করেন। তিন নম্বরে নামা নাজমুল হোসেন শান্তর ব্যাট থেকে আসে ৭৩ রান। মাঝে ৮ রান করেন ফরহাদ হোসেন। অধিনায়ক জহুরুল ইসলাম অমি প্রথম শ্রেণির ক্রিকেটে ১৩তম সেঞ্চুরি তুলে নেন। ১১৩ রান করেন তিনি। ধীমান ঘোষ ১ রানে সাজঘরে ফিরলেও আরিফুল হক সেঞ্চুরি তুলে নেন। প্রথম শ্রেণিতে সপ্তম সেঞ্চুরি হাঁকিয়ে ১০১ রান করে বিদায় নেন আরিফুল। এছাড়া, তাইজুল ইসলাম ৩০, শফিউল ইসলাম ১৭ রান করেন।

ইস্ট জোনের সোহাগ গাজী চারটি উইকেট পান। দুটি উইকেট পান মোহাম্মদ আশরাফুল। একটি করে উইকেট নেন আবু জায়েদ, মোহাম্মদ সাইফুদ্দিন, খালেদ আহমেদ এবং মুমিনুল হক।

বিজ্ঞাপন

ব্যাটিংয়ে নেমে ইস্ট জোনের ওপেনার তাসামুল হক ৪৯ এবং লিটন দাস ৫২ রানে অপরাজিত থাকেন।

চার রাউন্ড শেষে শীর্ষে নর্থ জোন। এক জয়, তিন ড্রয়ে তাদের সংগ্রহ ৪১ পয়েন্ট। দুইয়ে থাকা ইস্ট জোন চার ড্রয়ে তুলেছে ৩৯ পয়েন্ট। চার ড্রয়ে ৩৮ পয়েন্ট নিয়ে তিনে সাউথ জোন। আর তিন ড্র, এক পরাজয়ে ২৯ পয়েন্ট নিয়ে তলানিতে সেন্ট্রাল জোন

নর্থ জোন: মিজানুর রহমান, জুনাইদ সিদ্দিকী, নাজমুল হোসেন শান্ত, ফরহাদ হোসেন, জহুরুল ইসলাম অমি (অধিনায়ক), ধীমান ঘোষ, আরিফুল হক, শফিউল ইসলাম, শরিফুল ইসলাম, ইয়াসিন আরাফাত, তাইজুল ইসলাম।

বিজ্ঞাপন

ইস্ট জোন: মোহাম্মদ আশরাফুল, মুমিনুল হক (অধিনায়ক), লিটন দাস, অলোক কাপালি, আফিফ হোসেন, সোহাগ গাজী, আবু জায়েদ রাহী, তাসামুল হক, জাকের আলি, মোহাম্মদ সাইফুদ্দিন, খালেদ আহমেদ।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন