বিজ্ঞাপন

সুনামগঞ্জে বন্যায় পাঁচ উপজেলার ৫০ হাজার মানুষ পানিবন্দি

May 19, 2022 | 8:17 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

সুনামগঞ্জ: টানা বৃষ্টিপাত ও উজান থেকে আসা পহাড়ি ঢলে সুনামগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে সুনামগঞ্জ সদর, বিশ্বম্ভরপুর, তাহিরপুর, ছাতক ও দোয়ারাবাজার উপজেলায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। বন্যার পানিতে অনেক রাস্তাঘাট তলিয়ে গেছে। পানিবন্দি হয়ে পড়েছেন অর্ধ লক্ষাধিক মানুষ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৯ মে) সকালে সুনামগঞ্জের নদ-নদীর পানি বিপদসীমায় ১৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড।

বন্যাকবলিত মানুষেরা জানান, পানি বাড়তে থাকলে তাদের দুর্ভোগ বাড়তে থাকবে। পরিবার-পরিজন নিয়ে অনেকে না খেয়েও আছেন। রাস্তাঘাট ডুবে যাওয়ায় তারা কাজ করতে পারছেন না।

সুনামগঞ্জ জেলা প্রশাসন সূত্রে জানা যায়, পাঁচ উপজেলার বন্যা কবলিত মানুষের জন্য সরকারের পক্ষ থেকে ১৫ মেট্রিক টন চাল, প্রতিটি উপজেলায় ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

ছাতক ও দোয়ারাবাজার উপজেলায় সাত হাজার পরিবার বন্যার দুর্ভোগে পড়েছেন। এই দুই উপজেলায় ১৩টি বন্যা আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং ৫টি উপজেলায় ২৮টি বন্যা আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে বলেও জানানো হয়।

সারাবাংলা/এমও

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন