বিজ্ঞাপন

নারীশিক্ষায় দৃশ্যমান সাফল্য এসেছে: বস্ত্র ও পাটমন্ত্রী

May 20, 2022 | 10:21 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

নারায়ণগঞ্জ: বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতিক) বলেছেন, ‘বর্তমানে সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত, শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি, অভিভাবকদের সচেতনতা এবং শিক্ষার মর্যাদা উপলব্ধি থেকে শিক্ষায় মেয়েদের অংশগ্রহণের হার দিন দিন বাড়ছে। বিশেষ করে বর্তমান আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার দেশে নারী শিক্ষায় বহু রকম কর্মসূচি ও সহনশীল নীতি ও কৌশল প্রয়োগ করেছে। যার ফলে নারীশিক্ষায় দৃশ্যমান সাফল্য উঠে এসেছে।’

বিজ্ঞাপন

শুক্রবার (২০ মে) বিকা‌‌লে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তি‌নি এসব কথা বলেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পিতলগঞ্জ এলাকায় আব্দুল হক ভুঁইয়া ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে রোটারি কমফোর্ট সেন্টার উদ্বোধনে এই আয়োজন করা হয়।

বর্তমান সরকার শিক্ষার মান উন্নয়ন ও প্রসার ঘটাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে; তারই ধারাবাহিকতায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন নতুন ভবন তৈরি করছে উল্লেখ ক‌রে বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছে। সরকার শিক্ষার মানবৃদ্ধি এবং বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষাকে এগিয়ে নিতে আন্তরিকতার সঙ্গে কাজ করছে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন নতুন ভবন তৈরি করছে।’

রোটা‌রিয়ান ক্লাব অব গুলশানের সভাপ‌তি রোটা‌রিয়ান না‌দিরা মাহমুদের সভাপ‌তিত্বে অনুষ্ঠানে উপ‌স্থিত ছিলেন- রোটা‌রিয়ান ক্লাব অব গুলশানের সদস্য মেজর জেনা‌রেল (অব.) রোকন উদ্দীন মাহমুদ, আব্দুল হক ভুঁইয়া ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড ক‌লে‌জের ম্যানে‌জিং ক‌মিটির সভাপ‌তি আবু হোসেন ভুঁইয়া রানু, রূপগঞ্জ ইউনিয়ন প‌রিষদের চেয়ারম্যান মোহাম্মদ সালাউদ্দীন ভুঁইয়া, রূপগঞ্জ উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক শীলা রানী পালসহ অনেকে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন