বিজ্ঞাপন

কার্তিকের ব্যাটে কলকাতার জয়

April 19, 2018 | 11:01 am

সারাবাংলা ডেস্ক ।।

বিজ্ঞাপন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বুধবার রাতে রাজস্থান রয়েলসের মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। এই ম্যাচেও ব্যাট হাতে জ্বলে উঠেছেন কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিক। তার ব্যাটেই ৭ বল ও ৭ উইকেট হাতে রেখে জয় পায় কলকাতা।

রাজস্থানের দেয়া ১৬১ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই ধাক্কা খায় কেকেআর। দলীয় ১ রানে কৃষ্ণাপ্পা গৌতমের বলে বোল্ড হয়ে শূন্য হাতে ফিরে যান লিন। এরপর সুনীল নারাইন ৩৫ রান এবং রবিন উথাপ্পা ৪৮ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে এগিয়ে নেন। দুজনই আউট হয়ে সাজঘরে ফিরলেও এরপর অধিনায়ক দীনেশ কার্তিক ২৩ বলে ৪২ রানের ঝড়ো ইনিংস খেলে অপরাজিত থেকে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। ৭ বল হাতে রেখেই ছক্কা মেরে দলকে জেতান ভারতের এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। আরেক ব্যাটসম্যান নিতিশ রানা ৩৫ রানে অপরাজিত ছিলেন।

রাজস্থানের কৃষ্ণাপ্পা গৌতম দুটি উইকেট পান।

বিজ্ঞাপন

এর আগে শুরুতে টস হেরে ব্যাট করতে নেমে অধিনায়ক অজিঙ্কা রাহানে এবং ডি’ আরকি শর্টের ব্যাটে শুরুটা ভালোই ছিল রাজস্থানের। রাহানে ৩৬ এবং শর্ট ৪৪ রানে আউট হন। এরপর রাহুল ত্রিপাথি (১৫), বেন স্টোকস (১৪) ও জশ বাটলারের (২৪) ব্যাটে রাজস্থানের সংগ্রহ দাঁড়ায় ১৬০ রানে।

কেকেআরের টম কুরান ও নিতিশ রানা ২টি করে উইকেট পান। পীযুষ চাওলা, কুলদ্বীপ যাদব ও শীভম মাভি পান ১টি করে উইকেট।

 

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন