বিজ্ঞাপন

মেয়র নির্বাচিত হলে বিনামূল্যে ফ্ল্যাট ও ঘুষ দিতে হবে না রিফাতকে

May 30, 2022 | 11:53 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

কুমিল্লা: কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাত মেয়র পদে নির্বাচিত হলে বহুতল ভবনের নকশা অনুমোদনে তাকে বিনামূল্যে কোনো ফ্ল্যাট দিতে হবে না। একইভাবে ঠিকাদারদের কার্যাদেশ নিতে তাকে কোনো ঘুষ দিতে হবে না বলেও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। রিফাত জানিয়েছেন, নির্বাচনকে সামনে রেখে ১১টি বিষয়কে প্রাধান্য দিয়ে কাজ করবেন। সোমবার (৩০ মে) সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন আরফানুল হক রিফাত।

বিজ্ঞাপন

আওয়ামী লীগ দলীয় এই মেয়র প্রার্থী বলেন, ‘প্রাথমিকভাবে ১১টি বিষয়কে প্রাধান্য দিয়ে ভোটারদের কাছে যাচ্ছি। পরবর্তী সময়ে নির্বাচনি ইশতেহারে আরও প্রতিশ্রুতি যুক্ত করা হবে। আর আমি এই সব প্রতিশ্রুতি পূরণ করে কুমিল্লাকে এগিয়ে নিয়ে যাব।’

তিনি বলেন, ‘কুমিল্লা সিটি করপোরেশন প্রতিষ্ঠার পর থেকে আমরা মেয়রের চেয়ারে বসতে পারিনি। বিগত বছরে নগর ভবনে যেসব অনাচার, অনিয়ম ও দুর্নীতি হয়েছে, সেগুলো দূর করতে চাই। এজন্যই ১১ দফা নিয়ে প্রাথমিকভাবে ভোটারদের কাছে যেতে চাই।’

তিনি আরও বলেন, ‘আমার নেতা ও স্থানীয় সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার সব সময় বলেন কুমিল্লা এগুলে, এগুবে বাংলাদেশ। কিন্তু বিগত সময়ে আমাদের এখানে সিটি করপোরেশনের দুর্নীতির কারণে কুমিল্লা এগুতে পারেনি। এবার তাই আমরা সবাই মিলে কাজ করে নির্বাচনে জয়ী হয়ে আমার নেতা বাহার ভাই ও দলের সভানেত্রী বঙ্গবন্ধুকন্যা, দেশরত্ন ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই সিটি করপোরেশনের মেয়র পদ উপহার দিতে চাই।’

বিজ্ঞাপন

আরফানুল হক রিফাতের ১১ দফা প্রতিশ্রুতি—

১. সিটি করপোরেশনকে দুর্নীতি মুক্ত করা।
২. ভবনের নকশা অনুমোদনে সরকারি ফির বাইরে মেয়রকে এক টাকাও ঘুষ দিতে হবে না।
৩. বহুতল ভবনের নকশা অনুমোদনে মেয়রকে বিনামূল্যে কোনো ফ্ল্যাট দিতে হবে না।
৪. ঠিকাদারেরা কার্যাদেশ নিতে মেয়রকে পারসেনটেজ হিসেবে ঘুষ দিতে হবে না।
৫. সিটি করপোরেশনের অভ্যন্তরীণ দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করা হবে।
৬. কুমিল্লা সিটি করপোরেশনকে দলীয় কার্যালয় না বানিয়ে কুমিল্লা গণমানুষের প্রতিষ্ঠানে রূপান্তর করা হবে।
৭. কুমিল্লার দীর্ঘ দিনের সদস্যা জলাবদ্ধতা ও যানজট নিরসন করা হবে।
৮. করের টাকা সততা ও নিষ্ঠার সঙ্গে উন্নয়ন কাজে ব্যয় করা হবে।
৯. অগ্রাধিকার ভিত্তিতে সব পর্যায়ের উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করা হবে।
১০. কুমিল্লার মানুষের জন্য মেয়রের দরজা সবসময় খোলা থাকবে।
১১. কুমিল্লা বিভাগ বাস্তবায়নসহ সন্ত্রাস, চাঁদাবাজি, ইভটিজিং ও মাদকমুক্ত শান্তির কুমিল্লা গড়তে স্থানীয় সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিনের হাতকে শক্তিশালী করা।

উল্লেখ্য, কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচ জন প্রার্থী। তফসিল অনুযায়ী কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে ১৫ জুন। এবার কুমিল্লা সিটির ২৭টি ওয়ার্ডের ১০৫টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়া হবে। সিটিতে মোট ভোটার দুই লাখ ২৯ হাজার ৯২০। এর মধ্যে নারী ভোটার এক লাখ ১৭ হাজার ৯২, পুরুষ ভোটার এক লাখ ১২ হাজার ৮২৬।

বিজ্ঞাপন

এটি কুমিল্লা সিটির তৃতীয় নির্বাচন। এর আগে দুই নির্বাচনেই মেয়র পদে ভোটে নির্বাচিত হন মনিরুল হক সাক্কু। প্রথমবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে এবং দ্বিতীয়বার ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিলেন তিনি।

সারাবাংলা/এসবি/পিটিএম

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন