বিজ্ঞাপন

‘রান মেশিন’ তুষার ইমরানের ১২ রানের আফসোস!

April 19, 2018 | 5:36 pm

স্টাফ করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

দেশের ক্রিকেটের দশ হাজারি ক্লাবের সদস্য তুষার ইমরান। গত মাসে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ৯৮ রান করার পরের ম্যাচে করেছিলেন অপরাজিত ৪৮ রান। লিস্ট ‘এ’র ম্যাচ শেষে লংগার ভার্সনে নেমে গত ম্যাচেই ব্যাক-টু-ব্যাক সেঞ্চুরি করেছিলেন। সিলেটে ইস্ট জোনের বিপক্ষে প্রথম ইনিংস ১৩০ রান করার পর দ্বিতীয় ইনিংসে করেছিলেন অপরাজিত ১০৩ রান। সবশেষ ইনিংসে তুষারের ব্যাট থেকে এলো ৮৮ রান।

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) পঞ্চম রাউন্ডের তৃতীয় দিন শেষে সাউথ জোন ২৩৭ রানে এগিয়ে। আগে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে ১৯১ রানেই গুটিয়ে যায় সাউথ জোন। জবাবে, ব্যাটিংয়ে নেমে সেন্ট্রাল জোন সব উইকেট হারিয়ে তোলে ৩০২ রান। দারুণ স্পিন ঘূর্ণিতে সাউথ জোনকে ম্যাচে ফেরান আবদুর রাজ্জাক। নিজেদের দ্বিতীয় ইনিংসে সাউথ জোন ৬ উইকেট হারিয়ে তুলেছে ৩৪৮ রান। প্রথম শ্রেণির ক্যারিয়ারে ২৯তম সেঞ্চুরি থেকে মাত্র ১২ রান দূরে থাকতে বিদায় নেন তুষার। সেঞ্চুরির দেখা পেয়েছেন মোহাম্মদ মিঠুন।

আগে ব্যাটিংয়ে নামা সাউথ জোনের ওপেনার এনামুল হক বিজয় ২৩ আর ফজলে মাহমুদ ৪০ রান করেন। তিন নম্বরে নামা ইমরুল কায়েসের ব্যাট থেকে আসে ২৬ রান। তুষার ইমরান ১৪ রানে ফেরেন। এছাড়া, মোহাম্মদ মিঠুন ১৮, অধিনায়ক নুরুল হাসান সোহান ২৮, মোসাদ্দেক হোসেন সৈকত অপরাজিত ২১ রান করেন। জিয়াউর রহমান, নাঈম হাসান, আবদুর রাজ্জাক এবং কামরুল ইসলাম রাব্বি দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। সেন্ট্রাল জোনের মোশাররফ হোসেন রুবেল এবং এবাদত হোসেন চারটি করে উইকেট তুলে নেন। দুটি উইকেট পান সালাউদ্দিন শাকিল, উইকেট পাননি আবু হায়দার রনি।

বিজ্ঞাপন

প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে সেন্ট্রাল জোনের ওপেনার সাইফ হাসান ৩০ রানে সাজঘরে ফেরেন। ৭ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন আরেক ওপেনার সাদমান ইসলাম। ৪৪ রান আসে আবদুল মজিদের ব্যাট থেকে। রান আউট হওয়ার আগে মার্শাল আইয়ুব করেন ১৫ রান। অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ১৪ রান করে ফেরেন। এছাড়া, তানবীর হায়দার ২২ রান করেন। ইরফান শুক্কুর ৫৪, মোশাররফ রুবেল ২৮ রানে বিদায় নেন। সাউথ জোনের স্পিনার আবদুর রাজ্জাক ৬টি উইকেট তুলে নেন। নাঈম হাসান তিনটি উইকেট পান। আর কেউ উইকেট পাননি।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সাউথ জোনের ওপেনার ফজলে মাহমুদ ব্যক্তিগত ৯ রানে বিদায় নেন। এনামুল হক বিজয় ৪৫, ইমরুল কায়েস ৩০ রানে ফেরেন। তুষার ইমরান ১৪১ বলে ১০টি চার আর ১টি ছক্কায় করেন ৮৮ রান। মোহাম্মদ মিঠুন প্রথম শ্রেণিতে ১২তম সেঞ্চুরি হাঁকিয়ে করেন ১১৮ রান। তার ১২১ বলের ইনিংসে ছিল ১৬টি চার আর একটি ছক্কার মার। অধিনায়ক নুরুল হাসান সোহান ১৪ রানে বিদায় নেন। জিয়াউর রহমান ১৭ এবং মোসাদ্দেক হোসেন সৈকত ২২ রানে অপরাজিত আছেন।

সেন্ট্রাল জোনের মোশাররফ রুবেল তিনটি, তারবীর হায়দার দুটি, এবাদত হোসেন একটি করে উইকেট পান। মাহমুদউল্লাহ রিয়াদ, আবু হায়দার রনি, সালাউদ্দিন শাকিল কোনো উইকেট পাননি।

বিজ্ঞাপন

সাউথ জোন: এনামুল হক বিজয়, ফজলে মাহমুদ, ইমরুল কায়েস, তুষার ইমরান, মোহাম্মদ মিঠুন, নুরুল হাসান সোহান (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, জিয়াউর রহমান, নাঈম হাসান, আবদুর রাজ্জাক, কামরুল ইসলাম রাব্বি।

সেন্ট্রাল জোন: সাইফ হাসান, সাদমান ইসলাম, আবদুল মজিদ, মার্শাল আইয়ুব, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তানবীর হায়দার, ইরফান শুক্কুর, মোশাররফ হোসেন রুবেল, আবু হায়দার রনি, সালাউদ্দিন শাকিল, এবাদত হোসেন।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন