বিজ্ঞাপন

রুয়েটে নতুন বিভাগ খোলায় আর্থিক অনিয়ম, তদন্তে মিলল প্রমাণ

June 6, 2022 | 11:56 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

রাজশাহী: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) নতুন বিভাগ চালুর একটি প্রকল্পে আর্থিক অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। প্রকল্প পরিচালক অধ্যাপক ড. আব্দুল আলীমসহ তার সহযোগীরা এর সঙ্গে সংশ্লিষ্ট বলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তদন্তে সত্যতা মিলেছে।

বিজ্ঞাপন

সোমবার (৬ জুন) এ তথ্য জানান তদন্ত কমিটির প্রধান ইউজিসির সচিব ড. ফেরদৌস জামান।

তিনি বলেন, ‘রুয়েটে গ্লাস অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং বিভাগ চালুকরণ প্রকল্পে মোট ২৬ কোটি ১১ লাখ টাকা বরাদ্দ ছিল। প্রকল্প শেষ হওয়ার মেয়াদ ছিল ২০১৪ সালের ৩০ জুন। পরে আরও দুই বছর মেয়াদ বাড়িয়ে ২০১৬ সালের ৩০ জুন পর্যন্ত করা হয়। ওই বছরের ৯ আগস্ট প্রকল্প পরিচালক ও রুয়েটের তৎকালীন পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ড. আব্দুল আলীম প্রকল্প শেষের রিপোর্ট (পিসিআর) ইউজিসিতে দেন।’

ইউজিসি সচিব বলেন, ‘প্রকল্প শেষ হওয়ার রিপোর্ট দেওয়ার পরেও প্রকল্পের অ্যাকাউন্টে ১৩ কোটি ১৫ লাখ ৭ হাজার ২৭২ টাকা জমা ছিল। সর্বশেষ ২০২০ সালের ৩০ জুন দেখা যায় অ্যাকাউন্ডে ৫০ লাখ ৩৬ হাজার ৮৫৯ টাকা জমা আছে। এখনও অ্যাকাউন্টটি চালু। ওই একাউন্টে বর্তমানে ৫২ লাখ টাকা জমা রয়েছে। প্রকল্প শেষ হওয়ার রিপোর্ট ইউজিসিতে দেওয়ার পরেও অ্যাকাউন্ট থেকে টাকা তোলা গুরুতর অনিয়ম। এছাড়া অ্যাকাউন্টটি বন্ধ না করাও বিধিবর্হিভূত কাজ। আমরা তদন্তে এসব অনিয়মের প্রমাণ পেয়েছি।’

বিজ্ঞাপন

তদন্ত কমিটির প্রধান আরও বলেন, ‘এসব বিষয়ে আমরা প্রকল্পের পরিচালক ড. আব্দুল আলিমের সঙ্গে কথা বলেছি। তিনি স্পষ্ট কোনো উত্তর দিতে পারেননি। আমি মনে করি, বিষয়গুলো জাতির সামনে প্রকাশ হওয়া উচিত। যদি কেউ দুর্নীতির সঙ্গে জড়িত থাকেন, তাহলে আইন অনুযায়ী শাস্তি পাবেন। আর যদি অনিয়ম না করেন তাহলে সেটি প্রমাণ করবেন।’

প্রসঙ্গত, রুয়েটে গ্লাস অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং বিভাগ চালুকরণ প্রকল্পে আর্থিক অনিয়মের অভিযোগ উঠলে গত ২০ এপ্রিল তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে ইউজিসি। ইউজিসির সচিব পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামানকে এ কমিটির প্রধান করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- ইউজিসির উপপরিচালক রোকসানা লায়লা এবং আরেক উপপরিচালক আব্দুল আলীম। তদন্ত কমিটির সদস্যরা গত রোববার এবং সোমবার রুয়েটে অবস্থান করে সরেজমিন তদন্ত করেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিটিএম

Tags: , , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন