বিজ্ঞাপন

রবিনের শারীরিক অবস্থার উন্নতি, বাকিরা শঙ্কামুক্ত নন

June 8, 2022 | 3:14 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: চট্টগ্রামের সীতাকুণ্ডে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ফায়ার ফাইটার রবিন মিয়ার লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়েছে। তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তবে বাকিরা শঙ্কাসমুক্ত নন।

বিজ্ঞাপন

বুধবার (৮ জুন) বেলা সোয়া ১২টার দিকে ভর্তি রোগীদের বিষয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

ব্রিফিংয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম বলেন, ‘রবিন নামের এক জনের লাইফ সার্পোর্ট খুলে দেওয়া হয়েছে। আগের থেকে তিনি ভালো আছেন। এখন পর্যন্ত তিন জন রোগী আইসিইউতে রয়েছেন। বাকিরা বিভিন্ন ওয়ার্ডে আছেন। তাদের কেউই শঙ্কামুক্ত নন।’

ডা. আবুল কালাম বলেন, ‘চট্টগ্রাম থেকে ছয় জন রোগীকে ঢাকার চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধের পাশাপাশি তাদের চোখে সমস্যা হয়েছে। মূলত কেমিক্যাল বার্নের জন্য তাদের চোখে সমস্যা হয়েছে। তাদের চোখ লাল হয়ে গেছে, চোখ খুলতে সমস্যা হচ্ছে। কিন্তু চোখে দেখতে সমস্যা হচ্ছে না। কত তাড়তাড়ি তারা সুস্থ হয়ে উঠবে বলা সম্ভব নয়। তবে আমরা আশাবাদী যে, দ্রুত তারা সুস্থ হয়ে উঠবেন।’

বিজ্ঞাপন

ইনস্টিটিউটের সমন্বয়কারী সামন্ত লাল সেন বলেন, ‘সীতাকুণ্ডের ঘটনায় গত রাতে নতুন একজন রোগী এসেছে। এখন পর্যন্ত ১৭ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে তিন জন আইসিইউতে আছেন। বাকিরা পোস্টঅপারেটিভ ওয়ার্ডে ভর্তি। তবে তাদের কাউকে শঙ্কামুক্ত বলা যাচ্ছে না। বেশির ভাগ রোগীর চোখে জটিলতা রয়েছে। চক্ষু বিভাগের চিকিৎসকরা তাদের সার্বক্ষণিক তদারকি করছেন।’

সারাবাংলা/এসএসআর/পিটিএম

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন