বিজ্ঞাপন

জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য সাড়ে ৭ শতাংশ

June 9, 2022 | 4:33 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: প্রস্তাবিত ২০২২-২৩ অর্থবছরের বাজেটে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ধরা হয়েছে সাড়ে সাত শতাংশ। চলতি (২০২১-২২) অর্থবছরে প্রবৃদ্ধির লক্ষ্য ছিল ৭ দশমিক ২৫ শতাংশ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৯ জুন) জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ তথ্য তুলে ধরেন। ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, করোনা অতিমারির কারণে শুধুমাত্র ২০১৯-২০১০ অর্থবছরে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি কিছুটা বাধাগ্রস্ত হয়েছিল। নতুন ভিত্তিবছর অনুসারে ২০১৮-২০১৯ অর্থবছরে রেকর্ড ৭.৮৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হলেও ২০১৯-২০ অর্থবছরে তা হ্রাস পেয়ে ৩.৪৫ শতাংশে দাঁড়ায়। তবে, প্রধানমন্ত্রীর নির্দেশনায় অতি দ্রুত অর্থনৈতিক পুনরুদ্ধার প্রক্রিয়া শুরু করতে পেরেছিলাম। ফলে, ২০২০-২১ অর্থবছরে কোভিড-১৯ এর প্রভাব অব্যাহত থাকা সত্ত্বেও ৬.৯৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। অর্থনৈতিক চলকসমূহের গতিপ্রকৃতি দৃষ্টে প্রতিভাত হয় যে, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ অব্যাহত থাকলেও অর্থনীতির ওপর উল্লেখযোগ্য নেতিবাচক প্রভাব পড়েনি। চলতি অর্থবছর শেষে জিডিপি প্রবৃদ্ধি ৭.২৫ শতাংশ অর্জিত হবে বলে আশা করা যায়।

পাশাপাশি, কোভিড-১৯ অতিমারির প্রলম্বিত প্রভাব, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ইত্যাদি বিবেচনায় নিয়ে আগামী ২০২২-২৩ অর্থবছরে প্রবৃদ্ধির হার ৭.৫ শতাংশে নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইএইচটি/একেএম

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন