বিজ্ঞাপন

বকশিগঞ্জে সাবেক রাজস্ব কর্মকর্তার বাড়িতে চুরি

June 9, 2022 | 9:11 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

জামালপুর: বকশিগঞ্জ উপজেলার উত্তর মাঝপাড়া এলাকায় ‘রৌশন মঞ্জিল’ নামে একটি বাড়িতে জানালার গ্রিল কেটে চুরির ঘটনা ঘটেছে। বুধবার গভীররাতে এই চুরির ঘটনা ঘটে। বৃহস্পতিবার (৯ জুন) সকালে বাড়ির মালিক অবসরপ্রাপ্ত রাজস্ব কর্মকর্তা আব্দুল মোতালেব বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

বাড়ির মালিক বলেন, ‘বাড়িতে তিনি ও তার স্ত্রী, বড় মেয়ে এবং ছয় বছর বয়সী নাতি থাকেন, দুই ছেলে তাদের পরিবার নিয়ে ঢাকায় থাকেন। যে কারণে বাড়িতে দুটি রুম প্রায়শই খালি থাকে। সকালে ঘুম থেকে উঠে দেখি জানালার গ্রিল কাটা, দুই ছেলের রুমের সব কিছু উলট পালট করা। মনে হচ্ছিল কেউ কোন মূল্যবান জিনিস খুঁজতে সেগুলো তছনছ করে গেছে। এই ঘটনায় আমি থানায় বকশীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছি।’

বাড়ির আরেক বাসিন্দা উপজেলা খাদ্য পরিদর্শক মনিরা বিলকিস বলেন, ‘এর চেয়েও খুব ভয়াবহ ঘটনা ঘটতে পারত, যদি গতকাল রাতে চুরির ঘটনা ঘটার সময় কারো সাথে আমাদের দেখা হয়ে যেত। আল্লাহর অশেষ রহমত সেরকম কিছু ঘটেনি। তবে ঘরের একটি টিভি ও বেশ কিছু মূল্যবান জিনিসপত্র চুরি হয়েছে।’

মামলার তদন্ত কর্মকর্তা বকশিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর বলেন, ‘বাইরের জানালার গ্রিল কেটে ভিতরে ঢুকে চোর। খালি দুই রুমের প্রায় সব জিনিস তছনছ করে গেছে তারা। চুরির ঘটনার বিষয়ে থানায় অভিযোগ আসার পরপরই ওসি সাহেবের নির্দেশনায় বেশ কয়েকটি টিম কাজ করছে। আমরা এ বিষয়ে সর্বোচ্চ চেষ্টা করছি।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন