বিজ্ঞাপন

বগুড়ায় যমুনার পানি বিপৎসীমার ৫১ সেন্টিমিটার ওপরে

June 20, 2022 | 4:29 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

বগুড়া: উজান থেকে নেমে আসা ঢল ও বৃষ্টিতে বগুড়ায় যমুনা নদীর পানি গত ২৪ ঘণ্টায় আরও বেড়েছে। তাতে নতুন নতুন এলাকা পানিবন্দি হয়ে পড়ছে। এরই মধ্যে পানিতে ডুবে গেছে জেলার ৮৩৪ হেক্টর ফসলি জমি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২০ জুন) সকালের তথ্য বলছে, সারিয়াকান্দি পয়েন্টে যমুনার পানি বিপৎসীমার ৫১ সেন্টিমিটার ওপর দিয়ে বয়ে যাচ্ছে। এ পরিস্থিতিতে যমুনা তীরবর্তী সোনাতলা, সারিয়াকান্দি ও ধুনট উপজেলায় নতুন নতুন এলাকায় পানি উঠেছে। এলাকার অধিবাসীরা বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আসতে শুরু করেছেন।

চলমান এই বন্যা পরিস্থিতিতে সারিয়াকান্দি, সোনাতলা ও ধুনট উপজেলার ৮৩৪ হেক্টর জমির আউশ, পাট ও ভূট্টার ক্ষেত এবং বীজতলা বন্যার পানিতে ডুবে গেছে। কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত উপপরিচালক এনামুল হক জানান, তিন উপজেলার মধ্যে সারিয়াকান্দিতে ৭১০ হেক্টর জমির ফসল, সোনাতলা উপজেলার ৯৬ হেক্টর ধুনট উপজেলার ২৮ হেক্টর ফসল পানিতে ডুবে গেছে।

স্থানীয়রা বলছেন, দ্রুত পানি না নামলে কোনো ফসলই ঘরে তুলতে পারবেন না তারা। ফলে ব্যাপকভাবে আর্থিক ক্ষতির মুখে পড়বেন।

বিজ্ঞাপন

চলমান পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন বগুড়ার জেলা প্রশাসক মো. জিয়াউল হক। তিনি বলেন, বন্যা মোকাবিলার জন্য আমরা প্রস্তুত। চাল, শুকনো খাবার ও নগদ টাকার মজুত রয়েছে আমাদের।

সারাবাংলা/টিআর

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন