বিজ্ঞাপন

ইসরাইলের পার্লামেন্ট ভেঙে দেওয়ার সিদ্ধান্ত

June 21, 2022 | 12:18 pm

আন্তর্জাতিক ডেস্ক

বছর না ঘুরতেই ইসরাইলের পার্লামেন্ট ভেঙে দেওয়ার সিদ্ধান্ত। প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এবং পররাষ্ট্রমন্ত্রী ইয়ায়ির ল্যাপিড এ ব্যাপারে একটি বিলে সম্মত হয়েছেন। আগামী সপ্তায় বিলটি পার্লামেন্টে উঠতে পারে। পার্লামেন্ট ভেঙে গেলে চলতি বছরেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

ইসরাইলি গণমাধ্যমগুলোর খবরে বলা হয়, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে আগামী সপ্তাহেই ইয়ায়ির ল্যাপিড দায়িত্ব নিতে যাচ্ছেন। এ নিয়ে একটি যৌথ বিবৃতি দিয়েছেন বেনেট এবং ল্যাপিড।

এর আগে গত বছরের জুনে দুই নেতা মিলে একটি জোট গঠন করে সরকার গড়েছিলেন। তাদের জোটের শর্ত অনুযায়ী মেয়াদের প্রথম অর্ধেক সময় নাফতালি বেনেট প্রধানমন্ত্রী থাকবেন। বাকি অর্ধেক সময় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন ইয়ায়ির ল্যাপিড।

তবে সে সময় সরকার গড়লেও পার্লামেন্টে অল্প ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল ল্যাপিড-বেনেট জোট। ফলে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিতে বেগ পেতে হয় সরকারকে। তবে সম্প্রতি পার্লামেন্টে সরকার সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। এতে গভীর রাজনৈতিক সংকটে পড়েছে জোট সরকার। শেষ পর্যন্ত পার্লেমেন্ট ভেঙে

বিজ্ঞাপন

সারাবাংলা/আইই

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন