বিজ্ঞাপন

ইদে পোশাক শ্রমিকদের জন্য বিশেষ ট্রেন

June 22, 2022 | 4:30 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: পবিত্র ইদুল আজহা উপলক্ষে তৈরি পোশাক শ্রমিকদের জন্য বিশেষ ট্রেন চালু করবে বাংলাদেশ রেলওয়ে। ‘বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম ইদ স্পেশাল ট্রেন’ নামে এটি গাজীপুরের জয়দেবপুর থেকে পঞ্চগড় রুটে চলাচল করবে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন। বুধবার (২২ জুন) রেলভবনে এ সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

বিজ্ঞাপন

রেলপথমন্ত্রী বলেন, ‘জয়দেবপুর ও কমলাপুরে এই বিশেষ ট্রেনের টিকিট বিক্রি করা হবে।’ আগামী ১ জুলাই থেকে ইদের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে জানিয়ে তিনি বলেন, ‘এবার ইদ উপলক্ষে জয়দেবপুর-পঞ্চগড় রুটে বিশেষ ট্রেন সেবা চালু করা হবে। তবে রংপুর ও লালমনিরহাটের যাত্রীরা পাবর্তীপুর থেকে কানেকটিং ট্রেনে চড়তে পারবেন।’

রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন জানান, গত ইদের মতো এবারও টিকিট কালোবাজারি বন্ধে ‘টিকিট যার ভ্রমণ তার’ নীতিতেই চলবে ট্রেন। আগের বারের মতো ঢাকার মোট ছয় স্টেশন থেকে ইদের অগ্রিম টিকিট বিক্রি হবে। অর্ধেক অনলাইনে এবং অর্ধেক সশরীরে টিকিট সংগ্রহ করবেন যাত্রীরা। ১ জুলাই থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়ে চলবে ৫ জুলাই পর্যন্ত।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/পিটিএম

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন