বিজ্ঞাপন

বন্যা দুর্গতদের জন্য আরও ১৮০০ মেট্রিক টন চাল ও টাকা বরাদ্দ

June 22, 2022 | 8:33 pm

স্পেশাল করেসপন্টেন্ড

ঢাকা: বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যে মানবিক সহায়তা হিসেবে আরও ১ হাজার ৮০০ মেট্রিক টন চাল, দেড় কোটি টাকা এবং ২৪ হাজার প্যাকেট শুকনো ও অন্যান্য খাবারের প্যাকেট বরাদ্দ দিয়েছে সরকার। বুধবার (২২ জুন) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে এ বরাদ্দ দেওয়া হয়।

বিজ্ঞাপন

এর মধ্যে সিলেট জেলার জন্য ৬০০ মেট্রিক টন চাল এবং ১০ হাজার শুকনো ও অন্যান্য খাবারের প্যাকেট, সুনামগঞ্জ জেলার জন্য ৪০০ মেট্রিক টন চাল এবং ১০ হাজার শুকনো ও অন্যান্য খাবারের প্যাকেট, হবিগঞ্জ জেলার জন্য ১০০ মেট্রিক টন চাল নগদ ২০ লাখ টাকা এবং ২ হাজার শুকনো ও অন্যান্য খাবারের প্যাকেট, মৌলভীবাজার জেলার জন্য ২০০ মেট্রিক টন চাল এবং ৫০ লাখ নগদ টাকা, নেত্রকোনা জেলার জন্য ২০০ মেট্রিক টন চাল এবং ৫০ লাখ নগদ টাকা, কুড়িগ্রাম জেলার জন্য ২০০ মেট্রি কটন চাল এবং ২০ লাখ নগদ টাকা এবং জামালপুর জেলার জন্য ১০০ মেট্রিক টন চাল, নগদ ১০ লাখ টাকা এবং ২ হাজার অন্যান্য খাবারের প্যাকেট বরাদ্দ দেওয়া হয়।

এর আগে, দেশের ১১টি জেলায় সাম্প্রতিক বন্যায় মানবিক সহায়তা হিসেবে জেলা প্রশাসকদের অনুকূলে ১৭ মে থেকে ২০ জুন পর্যন্ত ২ হাজার ২২০ মেট্রিক টন চাল, তিন কোটি ৮৬ লাখ টাকা এবং ৭১ হাজার শুকনো ও অন্যান্য খাবারের প্যাকেট বরাদ্দ দেওয়া হয়।

উল্লেখ্য, বরাদ্দকৃত অর্থ শুধুমাত্র আপদকালীন সময়ে বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সহায়তা হিসেবে বিতরণ করতে হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/পিটিএম

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন