বিজ্ঞাপন

‘শিল্পগুরু সফিউদ্দীন আহমেদ বিশ্বখ্যাত শিল্পী ছিলেন’

June 23, 2022 | 10:47 pm

ঢাবি করেসপন্ডেন্ট

ঢাকা: খ্যাতনামা চিত্রশিল্পী অধ্যাপক রফিকুন নবী বলেন, ‘শিল্পগুরু সফিউদ্দীন শুধু আমাদের বা উপমহাদেশে শিল্পী ছিলেন তা-ই নয়, বরং বিশ্বখ্যাত নামীদামী শিল্পী ছিলেন। বাংলাদেশে শিল্পকলার বিভিন্ন কাজ, যেমন: কলেজ নির্মাণ, চারুকলা অনুষদ নির্মাণ; এ সমস্ত কিছুর মূলে আমাদের যে চার পাঁচজন শিল্পী জড়িত ছিলেন তার মধ্যে সফিউদ্দিন স্যারের অগ্রণী ভূমিকা ছিল।’

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৩ জুন) সকালে শিল্পগুরু সফিউদ্দিনের শততম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

‘শিল্পগুরুর শিল্পসাধনা’ শীর্ষক ওই আলোচনা সভায় তিনি বলেন, ‘তার শততম জন্মদিন পালন করে নিজেদের গর্বিত মনে করছি। এরমধ্য দিয়ে আমরা শুধু ব্যক্তি সফিউদ্দীন আহমেদকে নয়, তার কর্ম সাধনা, শিল্প অবদান সবকিছু মিলিয়ে তাকে স্মরণ করছি। আমাদের জাতি হিসেবেও তাকে স্মরণ করা উচিত।’

এরা আগে সকাল ১১টার দিকে শিল্পগুরু সফিউদ্দীনের আহমেদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে চারুকলা অনুষদের বিভিন্ন বিভাগের সংশ্লিষ্টরা। এ ছাড়া জন্মশতবর্ষ উদযাপনের অংশ হিসেবে হিসেবেও ‘পরম্পরায় ছাপচিত্র’ শীর্ষক ২ দিন ব্যাপী চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যাপক রফিকুন নবী চারুকলার জয়নুল গ্যালারিতে প্রদর্শনীটি উদ্বোধন করেন।

বিজ্ঞাপন

আলোচনা সভায় শিল্পগুরু সফিউদ্দীন আহমেদের জন্মশতবার্ষিকী উদযাপন পরিষদের সদস্য সচিব শিল্পী অধ্যাপক মো. আনিসুজ্জামান বলেন, ‘শিক্ষক হলেন একটি জাতির স্থপতি যিনি প্রত্যেকটি শিক্ষার্থীকে সোনালী ভবিষ্যতের স্বপ্ন দেখান। শিল্পগুরু সফিউদ্দীন আহমেদ ছিলেন তেমনই একজন পথপ্রদর্শক। তার জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত প্রদর্শনীতে শিল্পগুরুর উত্তরসূরি বিভিন্ন প্রজন্মের ১৭০ জন শিল্পির শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে। আমি মনে করি এই প্রদর্শনীর মাধ্যমে শিল্পগুরু সফিউদ্দীন আহমেদের হাত ধরে বাংলাদেশের ছাপচিত্রের যাত্রা শুরুর বিষয়টি আমরা ধারণ করতে পারব।’

সভাপতির বক্তব্যে চারুকলা অনুষদের ডিন, শিল্পী অধ্যাপক নিসার হোসেন বলেন, ‘সফিউদ্দীন স্যার খুব মিতব্যয়ী মানুষ ছিলেন। এর একটি রিফ্লেকশন তার ছবিগুলোতে ছিল। কোনো জায়গায় ‌অহেতুত কোনো এলিমেন্ট নেই, কোথাও কোনো অতিরিক্ত রেখা নেই। তার জীবনেও কিন্তু তা-ই ছিল। কত ‌অল্পের মধ্যে চলা যায় এবং ‌আভিজাত্য রক্ষা করা যায় এটিই তার শিক্ষা। এভাবেই মানুষ উপরে ওঠে। উপরে ওঠাটা অর্থের বিষয় না, এটি মানসিকতা। সফিউদ্দীন স্যারের মতো মানুষকে অনুসরণ করে আমরা আমাদের মানসিকতার স্তরকে উপরে তুলব এটাই আমাদের কাম্য।’

বিজ্ঞাপন

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আজিজুল হক, জন্মশতবর্ষ উদযাপন পরিষদের আহ্বায়ক শিল্পী অধ্যাপক রোকেয়া সুলতানা, প্রিন্ট মেকিং বিভাগের ‌অধ্যাপক সৈয়দ আবুল বারক আলভী, সফিউদ্দীন শিল্পালয়ের কর্ণধার ও শিল্পীপুত্র জনাব আহমেদ নাজির, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর চারুকলা বিভাগের পরিচালক মিনি করিমসহ প্রমুখ।

সারাবাংলা/আরআইআর/একে

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন