বিজ্ঞাপন

প্রয়োজনে আরেকটি আঙুল ভাঙতে রাজী: রেকিটিচ

April 21, 2018 | 12:37 pm

সারাবাংলা ডেস্ক ।।

বিজ্ঞাপন

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের পর আঙুলের চোট মাঠের বাইরে পাঠিয়ে দিয়েছিল বার্সেলোনার ক্রোয়েশিয়ান তারকা ইভান রেকিটিচকে। হাতের আঙুলে অস্ত্রোপচারও করতে হয়েছিল তাকে। খেলতে পারেননি লিগের দুটি ম্যাচ। এবার বার্সাকে মুখোমুখি হতে হচ্ছে সেভিয়ার, কোপা দেল রে’র ফাইনালে।

লিগের ম্যাচে ভ্যালেন্সিয়া এবং সেল্টা ভিগোর বিপক্ষে হাতের ইনজুরিতে খেলতে না পারলেও কোপা দেল রে’র ফাইনালে খেলবেন রেকিটিচ। শনিবার রাতে শিরোপা নির্ধারণীর এই ম্যাচটি অনুষ্ঠিত হবে।

ম্যাচের আগে ক্রোয়েশিয়ার তারকা জানান, ‘আমি অস্ত্রোপচারের ঠিক আগ মুহূর্তে চিকিৎসককে জিজ্ঞেস করেছি-আমি কবে নাগাত খেলতে পারবো? আমি দ্রুত খেলায় ফিরতে পারছি। অনুশীলন সেশনে ভালো বোধ করেছি। টেলিভিশনে খেলা দেখা আমার পছন্দ নয়। দলের জন্য সব সময় সতীর্থদের সাহায্য করতে আমি মাঠে থাকতে চাই। মাঠে থাকা অবস্থায় আমি যতটা না নার্ভাস থাকি, তার চেয়ে বেশি নার্ভাস লাগে মাঠের বাইরে থাকতে। গত দুই ম্যাচে আমি ছিলাম না, সতীর্থরা দারুণ করেছে।’

বিজ্ঞাপন

রেকিটিচ আরও যোগ করেন, ‘কোপা দেল রে’র ফাইনালে মুখ বন্ধ রেখে খেলতে যাবো। দাঁতে দাঁত চেপেও যদি খেলতে হয় খেলবো। যদি সুযোগ পাই, যদি আরেকটি আঙুলও ভাঙতে হয়, আমি তাতের রাজী। দলকে শিরোপা জেতাতে সব করতে রাজী আছি।’

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন