বিজ্ঞাপন

খালেদের ৫ উইকেট, উইন্ডিজ থামল ৪০৮ রানে

June 26, 2022 | 11:44 pm

স্পোর্টস ডেস্ক

সেইন্ট লুসিয়া টেস্টে এখন পর্যন্ত দুর্দান্ত বোলিং করেছেন খালেদ আহমেদ। আর তার দুর্দান্ত বোলিংয়ে উইন্ডিজকে ৪০৮ রানে অলআউট করেছে বাংলাদেশ। ক্যারিবীয়রা লিড পেয়েছে ১৭৪ রানের। আর খালেদ তুলে নিয়েছেন ক্যারিয়ারে প্রথমবারের মতো এক ইনিংসে ৫ উইকেট।

বিজ্ঞাপন

বাংলাদেশের ২৩৪ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত করেছিল উইন্ডিজ। প্রথম দিন ৬৭ রানে কোনো উইকেট না হারিয়ে শেষ করেছিল। এরপর দ্বিতীয় দিনের প্রথম সেশনেই মেহেদি হাসান মিরাজের জোড়া আঘাতের সঙ্গে খালেদ এবং শরিফুল নিয়েছিলেন একটি করে উইকেট। এরপর দিনের বাকি সময়টা জারমেই ব্ল্যাকউড এবং কাইল মায়ার্স মিলে শেষ করেছিলেন। দ্বিতীয় দিনে ৫ উইকেটে ৩৪০ রান তুলে শেষ করেছিল ক্যারিবীয়রা।

এরপর তৃতীয় দিন সকালেই জশুয়া ডা সিলভাকে তুলে নিয়ে বাংলাদেশকে ভালো শুরু এনে দেন মিরাজ। এরপর খালেদ আহমেদের দুর্দান্ত বোলিংয়ে উইন্ডিজ শেষ পর্যন্ত ৪০৮ রানে থামে। তবে এর ভেতরেই কাইল মায়ার্সের ১৪৬ রানের দারুণ ইনিংসে বড় লিড নিয়ে নেয় স্বাগতিকরা।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫টি উইকেট নেন খালেদ আহমেদ। মেহেদি হাসান মিরাজ নেন তিনটি আর দুটি উইকেট ওঠে শরিফুল ইসলামের ঝুলিতে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএস

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন