বিজ্ঞাপন

লিফট আমদানিতে ৩১ শতাংশ শুল্ক প্রস্তাব প্রত্যাহারের আহ্বান

June 27, 2022 | 8:19 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: বাজেটে লিফট আমদানির ওপর ৩১ শতাংশ শুল্ক আরোপ প্রস্তাব প্রত্যাহারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ এলিভেটর এসকেলেটরস অ্যান্ড লিফট ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন (বেলিয়া)।

বিজ্ঞাপন

সোমবার (২৭ জুন) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে লিফট ব্যবসায়ীদের এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে ব্যবসায়ীরা বলেন, ‘২০২২-২৩ অর্থবছরে প্রস্তাবিত বাজেটে লিফট আমদানির ওপর ৩১ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। এতে দেশে পণ্যটির দাম বাড়বে। ভোক্তারা ক্ষতিগ্রস্ত হবেন। শ্লথ হবে আবাসন খাতের উন্নয়ন। ক্ষতিগ্রস্ত হবেন খাতটির সঙ্গে জড়িত ব্যবসায়ীরা। শুল্ক আরোপের ফলে শতাধিক কোম্পানি দেউলিয়া হয়ে যাবে। এই সেক্টরে কর্মরত লক্ষাধিক মানুষ বেকার হয়ে যাবে।’

সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রস্তাবিত অতিরিক্ত আমদানি শুল্ক প্রত্যাহারের জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা।

বিজ্ঞাপন

মানববন্ধনে ইউনাটেড এক্সপার্টিস বিডি লিফটের সিইও পুজন সেন গুপ্ত, পিকো প্লাসের পরিচালক এনায়েতুর রহমান, ও-টু’র ব্যবস্থাপনা পরিচালক সায়েম উদ্দিন, এক্সেল এলিভেটর অ্যান্ড পাওয়ার জেনারেশনের সিইও ইসমাইল হোসেন, গ্লোবাল ইন্জিরিয়ারিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রণব নন্দী, প্যারাগন টেকের খালেদ রায়হান, পারফেক্ট লিফট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হাসনাত মীর বাহার, ডিজিটেল পাওয়ার সিটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবুল মহসীন, স্কেল লিফটের ব্যবস্থাপনা পরিচালক রুহুল আমিন প্রমুখ বক্তব্য দেন।

সারাবাংলা/আরডি/পিটিএম

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন