বিজ্ঞাপন

নাটোরে ভটভটি চালককে হত্যা মামলায় মাসুদের যাবজ্জীবন

June 30, 2022 | 4:46 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

নাটোর: লালপুরে ভটভটি চালককে হত্যার দায়ে মাসুদ নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার (৩০ জুন) দুপুরে নাটোরের জেলা ও দায়রা জজ মো. শরীফ উদ্দীন আসামির উপস্থিতিতে এ রায় দেন।

বিজ্ঞাপন

সরকারি কৌঁশুলি (পিপি) সিরাজুল ইসলাম জানান, ২০১৬ সালের ২৫ জুন রাজশাহীর বাঘা উপজেলার মীরগঞ্জ এলাকার বাসা থেকে ভটভটি চালক জুয়েলকে মোটরসাইকেলে তুলে নিয়ে যায় তার বন্ধু মাসুদ। পরদিন নাটোরের লালপুর উপজেলার মঞ্জিলপুকুর এলাকার একটি জমি থেকে জুয়েলের লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহত জুয়েলের বাবা জহুরুল ইসলাম বাদি হয়ে মাসুদসহ ৩ জনের বিরুদ্ধে লালপুর থানায় মামলা দায়ের করেছিলেন। সাক্ষ্যপ্রমাণ শেষে বিচারক মাসুদকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দেন।

এছাড়া অভিযোগ প্রমাণ না হওয়ায় আয়নাল ও মুকুল নামে অপর দুই জনকে খালাস দিয়েছেন বিচারক।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন