বিজ্ঞাপন

মেক্সিকোতে ইউরোপা লিগের ট্রফি চুরি, সেখানেই উদ্ধার

April 21, 2018 | 5:14 pm

সারাবাংলা ডেস্ক ।।

বিজ্ঞাপন

ট্রফি চুরি যাওয়ার ঘটনা ফুটবলে নতুন কিছু নয়। খোদ বিশ্বকাপের জুলে রিমে ট্রফিই একবার চুরি গিয়েছিল, পরে সেটি উদ্ধার করেছিল একটি কুকুর। তবে এই যুগে এসে এত নিরাপত্তার মধ্যে ট্রফি চুরি যাওয়াটা একটা খবরই বটে। ইউরোপা লিগের ট্রফিটা চুরি হওয়ায় বিস্মিত হতেই পারেন। তবে আশার কথা, খুব শিগগিরই তা উদ্ধার করা হয়েছে।

মেক্সিকোতে ট্রফি খোয়া যাওয়ার পর দেশটির কেন্দ্রীয় শহর লিওনে সেটি উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২০ এপ্রিল) মেক্সিকো কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে একটি পোস্ট দিয়ে ট্রফি উদ্ধারের বিষয় জানিয়েছে গুয়ানাজুয়াতো রাজ্যের প্রসিকিউটর অফিস। পোস্টে বলা হয়, শহরে অনির্ধারিত একটি ইভেন্ট শেষে একটি গাড়ি থেকে চুরি যাওয়া ট্রফিটি উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

কাপড়ে মোড়ানো একটি বাক্সের ভেতর থাকা রুপালি রঙের ট্রফিটির একটি ছবিও টুইটারে পোস্টে যোগ করা হয়।

আগামী মাসেই লিগের সেমিফাইনালে আর্সেনাল মুখোমুখি হবে অ্যাটলেটিকো মাদ্রিদের এবং মার্শেই খেলবে সালজবার্গের বিপক্ষে। নিজেদের লিগ থেকে চ্যাম্পিয়নস লিগের টিকিট না পেলে ইউরোপা জিতেই সেটা পেতে পারে তারা।

 

সারাবাংলা/ এসএন/ এসএন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন