বিজ্ঞাপন

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

July 2, 2022 | 11:04 am

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের মহারাজপুর ঘোড়াস্ট্যান্ড এলাকায় শুক্রবার রাত সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত মোটরসাইকেল চালক জেলার সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ডালিম শেখের ছেলে পলাশ আলী (২৬)। আর আহত যুবক মটরসাইকেল আরোহী কৃষ্ণগোবিন্দপুর মিয়াপাড়া গ্রামের একরাম মিয়ার ছেলে শিমুল (২৮)। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন জানান, শুক্রবার রাতে শিবগঞ্জ হতে চাঁপাইনবাবগঞ্জগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় মোটরসাইকেলে থাকা দুইজন রাস্তায় ছিঁটকে পড়েন। তাদের দ্রুত ২৫০ শয্যাবিশিষ্ট নবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসে। এ সময় কর্তব্যরত চিকিৎসক পলাশকে মৃত ঘোষণা করেন এবং উন্নত চিকিৎসার জন্য শিমুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএম

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন