বিজ্ঞাপন

ইরানে ভূমিকম্পে ৫ জনের মৃত্যু

July 2, 2022 | 12:24 pm

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের দক্ষিণাঞ্চলে পরপর তিনটি ভূমিকম্পে কমপক্ষে ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার (২ জুলাই) সকালে ভূমিকম্প অনুভূত হয়। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে এ খবর প্রকাশ হয়েছে।

বিজ্ঞাপন

ইরানের উপসাগরীয় উপকূলে হরমোজগান প্রদেশের জরুরি ব্যবস্থাপনার প্রধান মেহরদাদ হাসানজাদেহ রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, ভূমিকম্পে পাঁচজন মারা গেছেন। এখন পর্যন্ত ১২ জন হাসপাতালে ভর্তি। উদ্ধার কাজ এখনও চলছে। ওই এলাকার ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ায় জরুরি আবাসন হিসেবে তাঁবু তৈরি করে স্থানীয়দের আশ্রয় দেওয়া হচ্ছে।

ইরানের রাষ্ট্রীয় বার্তাসংস্থা ইরনার খবরে বলা হয়, একটি ৬.৩ মাত্রার ভূমিকম্প এবং দুটি ৬.১ মাত্রার ভূমিকম্পের পর উপসাগরীয় উপকূলের নিকটবর্তী সায়েহ খোশ গ্রাম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তিনটি বড় ভূমিকম্পের পর আরও প্রায় একডজন ভূমিকম্প পরবর্তী কম্পন অনুভূত হয়েছে।

বন্দর লেঙ্গেহ অঞ্চলের গভর্নর ফোয়াদ মোরাদজাদেহ রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে বলেন, নিহতদের সবাই প্রথম ৬.১ মাত্রার ভূমিকম্পে মারা গেছেন। তবে পরের দু’টি অপেক্ষাকৃত শক্তিশালী ভূমিকম্পে কেউ ক্ষতিগ্রস্ত হননি, কারণ ততক্ষণে লোকজন তাদের ঘরের বাইরে বের হয়ে নিরাপদ স্থলে আশ্রয় নেন।

বিজ্ঞাপন

এদিকে, সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম খালিজ টাইমসের খবরে বলা হয়, ভূমিকম্প সংযুক্ত আরব আমিরাতের কিছু অংশেও অনুভূত হয়েছে। তবে আরব আমিরাতে ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

সারাবাংলা/আইই

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন