বিজ্ঞাপন

যশোরে ২১ পশুর হাট তদারকিতে ২৪ মেডিকেল টিম

July 3, 2022 | 6:25 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

যশোর: আসন্ন কোরবানির ইদকে কেন্দ্র করে জেলার ২১ হাটে বিক্রি হবে পশু। আর এসব হাটগুলো তদারকি করছে ২৪টি ভেটেরিনারি মেডিকেল টিম।

বিজ্ঞাপন

রোববার (৩ জুলাই) জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাশেদুল হক এ তথ্য নিশ্চিত করেন। এদিকে জেলায় চলতি বছর চাহিদার তুলনায় বেশি কোরবানির পশু রয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে ডা. রাশেদুল হক বলেন, সদর উপজেলায় ৪টি, বাঘারপাড়া উপজেলায় ৪টি, মণিরামপুরে ৩টি, অভয়নগরে ৩টি, শার্শায় ২টি, ঝিকরগাছায় ২টি, চৌগাছায় ১টি ও কেশবপুরে ২টি পশুর হাট রয়েছে। এই ২১ পশুর হাটে ২৪ মেডিকেল টিম কাজ করছে।

তিনি আরও বলেন, যশোর সদর উপজেলায় ৭টি টিম, ঝিকরগাছা উপজেলায় ২টি, শার্শায় ২টি, অভয়নগরে ৩টি, মণিরামপুরে ৩টি, কেশবপুরে ২টি, চৌগাছায় ১টি ও বাঘারপাড়ায় ৪টি মেডিকেল টিম রয়েছে।

বিজ্ঞাপন

এদিকে জেলার প্রাণিসম্পদ কার্যালয়ের সূত্র জানায়, যশোরে কোরবানির জন্য গরু, ছাগল ও ভেড়া মিলিয়ে ৯৫ হাজার ৭১০টি পশু রয়েছে। এর বিপরীতে ইদে ৯১ হাজার ১৮৮টি পশুর চাহিদা রয়েছে। ফলে চাহিদার তুলনায় চার হাজার ৫২২টি পশু বেশি আছে।

সারাবাংলা/এনএস

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন