বিজ্ঞাপন

চামড়া পাচার ঠেকাতে হিলি সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা

July 9, 2022 | 4:45 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

দিনাজপুর: হিলি সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে কোরবানি পশুর চামড়া পাচার ঠেকাতে বাড়তি সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

বিজ্ঞাপন

শনিবার (৯ জুলাই) দুপুরে সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল ইসলাম।

তিনি বলেন, ‘সীমান্ত এলাকা দিয়ে যাতে ভারতে কোরবানি পশুর চামড়া পাচার না হয় সেজন্য হিলি সীমান্তে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এই ব্যাটালিয়নের অধীন ১০২টি পোস্ট ও ক্যাম্প রয়েছে সেখানকার বিজিবি সদস্যদের নির্দেশনা দেওয়া হয়েছে যাতে করে দেশের চামড়া ভারতে পাচার না হয়।’

বিজ্ঞাপন

এছাড়াও সীমান্তের ১০ কিলোমিটার এলাকা সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নিয়ন্ত্রণ করা হচ্ছে বলেও জানান বিজিবি’র এই কর্মকর্তা।

সারাবাংলা/এমও

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন