বিজ্ঞাপন

মধ্যরাতে থ্রি-হুইলারবোঝাই টিসিবি’র পণ্য জব্দ

July 10, 2022 | 11:40 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

ঠাকুরগাঁও: জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় মধ্যরাতে টিসিবি’র পণ্য বোঝাই একটি থ্রি-হুইলারসহ এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয়রা। তবে পণ্য জব্দের পর আটক অটো ড্রাইভারকে রাতেই ছেড়ে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (১০ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোহা. যোবায়ের হোসেন।

স্থানীয়রা জানায়, শনিবার (৯ জুলাই) দিবাগত মধ্যরাতে (ঈদের আগের রাতে) উপজেলার কলেজ মোড় ফায়ার সার্ভিসসংলগ্ন এলাকা থেকে এসব পণ্য জব্দ করা হয়। পরে উপজেলা প্রশাসনকে খবর দেওয়া হলে তেল, ডাল ও চিনিসহ থ্রি-হুইলারটি উদ্ধার করে উপজেলা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

টিসিবি’র ডিলার সাহা ট্রেডার্সের মালিক বিশ্বনাথ সাহা বলেন, ‘ইদের দিন বিতরণের উদ্দেশ্যে যে মালামালগুলো ইউনিয়ন পরিষদে নিয়ে যাওয়া হচ্ছিল। মানুষের হট্টগোল, বিশাল গ্যাঞ্জাম, বিভিন্ন গ্রুপিংয়ের কারণে কিছু মাল খোয়া গেছে। এ ব্যাপারে থানায় অবগত করেছি, ইউএনও সাহেবকে অবগত করেছি।’

বিজ্ঞাপন

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আলম ডন বলেন, ‘যেহেতু বিষয়টি উপজেলা প্রশাসনের, এখনও পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহা. যোবায়ের হোসেন বলেন, ‘অফিস খুললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আটকের বিষয়ে বলেন, ‘কাউকে পাওয়া যায়নি, শুধু মালামাল পাওয়া গেছে। শুধু অটোর ড্রাইভার ছিল, সে তো আর জানে না।’ ডিলারকে কি চিহ্নিত করা গেছে? উত্তরে তিনি বলেন, ‘না ডিলারকে চিহ্নিত করা যায়নি। এটা মামলার বিষয়, তারা তদন্ত করে বের করবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন