বিজ্ঞাপন

সাম্প্রদায়িক হামলা: বাম জোটের উদ্বেগ, সিপিবি-বাসদের বিক্ষোভ কাল

July 16, 2022 | 11:24 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মন্তব্যের জের ধরে নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়ায় সাম্প্রদায়িক হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। জোটের পক্ষ থেকে হামলার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে তারা। এ ছাড়া ঘটনার প্রতিবাদে রোববার (১৭ জুলাই) রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।

বিজ্ঞাপন

বাম জোটের নেতারা যৌথ বিবৃতিতে বলেছেন, দেশে অব্যাহতভাবে সাম্প্রদায়িক সন্ত্রাস, শিক্ষক লাঞ্ছনার ঘটনা ঘটে যাচ্ছে। সরকার এক্ষেত্রে প্রায় নিষ্ক্রিয়-নির্বিকার ভূমিকা পালন করছে। যা এ জাতীয় ঘটনা পুনঃ পুনঃ সংগঠিত হওয়ার ক্ষেত্রে ইন্ধন যোগাচ্ছে। সরকার দেশের আবহমানকালের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ব্যর্থ হচ্ছে। বরং বিভিন্ন সময়ে ক্ষমতায় টিকে থাকার স্বার্থে এসব ঘটনাকে ব্যবহার করা হচ্ছে। অতীতের ধারাবাহিকতায় এই সরকারের সাম্প্রদায়িক অপশক্তিকে নানাভাবে পৃষ্ঠপোষকতা এ ধরনের ঘটনাকে আরও উসকে দিচ্ছে।

নেতারা সারাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় দেশের সচেতন মানুষকে এগিয়ে আসতে ও স্থানীয়ভাবে সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ কার্যক্রম গ্রহণের আহ্বান জানান। এছাড়া সারাদেশে সাম্প্রদায়িক অপশক্তি ও চলমান দুঃশাসনের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলারও আহ্বান জানান তারা।

বিবৃতি দাতারা হলেন- বাম জোটের সমন্বয়ক ও ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুস সাত্তার, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সভাপতি মোহাম্মদ শাহ্ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদ (মার্ক্সবাদী)’র সমন্বয়ক মাসুদ রানা, ওয়ার্কার্স পার্টি (মার্ক্সবাদী)’র সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ এবং সমাজতান্ত্রিক আন্দোলনের হামিদুল হক।

বিজ্ঞাপন

এদিকে, সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে নড়াইলে সাম্প্রদায়িক হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে দোষী সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। ঘটনার নেপথ্যের হোতাদেরও আইনের আওতায় আনা ও শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা।

হামলার পরিপ্রেক্ষিতে দলটি রোববার (১৭ জুলাই) বিকেল ৫টায় পুরানা পল্টন মোড়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে। এবং তা সফল করার জন্য দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

এছাড়া নড়াইলে সংখ্যালঘু সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় প্রতিষ্ঠান, বাড়ি-ঘর ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটকারী এবং বান্দরবানের লামায় রংধজন ত্রিপুরার উপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বাসদের উদ্যোগে রোববার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের ডাক দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এক বিবৃতিতে সাম্প্রদায়িক হামলার নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন বাসদ সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ।

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম

Tags: , , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন