বিজ্ঞাপন

‘আমোদ-ফূর্তি করতে নয়, কঠিন দায়িত্ব নিয়ে এসেছি’

July 17, 2022 | 4:16 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, এই পদে কিন্তু আমরা আমোদ-ফূর্তি করতে আসি নাই। কঠিন একটি দায়িত্ব নিয়ে, কঠোর পরিশ্রম করতে এসেছি। কঠোর পরিশ্রম করে যাচ্ছি। তিনি বলেন, রাজনৈতিক সমঝোতা, ঐকমত্য খুবই দরকার। আমরা বেদনাহত হই যখন বক্তব্যগুলো সাংঘর্ষিক হয়। আমরা চাই সমঝোতার পথে দলগুলো এগিয়ে যাক, যাতে নির্বাচনটা শান্তিপূর্ণ হয়।

বিজ্ঞাপন

রোববার (১৭ জুলাই) জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) সঙ্গে সংলাপে এমন মন্তব্য করেন সিইসি।

কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘আরেকটা জিনিস বলে যাচ্ছি- অনেকে ভয় পাচ্ছেন যে, আমাকে হয়তো পদ ছেড়ে যেতে হবে। কারণ, নতুন করে সরকার হলে, তার একটা শর্ত থাকবে এই কমিশনে। এই নিয়ে সবাইকে আশ্বস্ত করবেন। ওখানে সামান্যতম কোনো ভয়ভীতি নেই। বলার আগেই পদ ছেড়ে চলে যাব।’

তিনি বলেন, ‘যদি শর্ত হয় নতুন নির্বাচন কমিশন অনেক যোগ্যতর লোক দ্বারা হবে, সেটা আমাকে কিন্তু আহ্বান করতে হবে না। আমি চাই সম্প্রতি, রাজনৈতিক দলের মধ্যে ঐকমত্য ও সুন্দর নির্বাচন। আমাদের দিয়ে না, যে কাউকে দিয়ে করানোর জন্য যদি আমাকে এই পদ ছেড়ে যেতে হয়, আমাকে রিকোয়েস্ট করতে হবে না। রিকোয়েস্ট করার আগেই চলে যেতে পারব। কাজেই এই ভয় যেন বিএনপি বা অন্য কারও মধ্যে না থাকে। এই পদে কিন্তু আমরা আমোদ-ফূর্তি করতে আসি নাই। কঠিন একটি দায়িত্ব নিয়ে কঠোর পরিশ্রম করতে এসেছি। কঠোর পরিশ্রম করে যাচ্ছি।’

বিজ্ঞাপন

সিইসি বলেন, ‘অনেক রাজনৈতিক দল বলছে, আমরা নাকি একটি নির্দিষ্ট দলের এজেন্ডা নিয়ে এসেছি। দলটা কারা সেটা আমি বলতে চাচ্ছি না। তবে আমরা বাক্স খুলে দেখেছি বাক্সের কোথাও এজেন্ডাটা নেই। আমরা এখনও অতটা অসৎ হয়ে পড়ি নাই। আমি সুষ্পষ্ট করে বলতে চাই, আমি ভবিষ্যতে চোর হবো না ডাকাত হবো সেটা বলতে পারব না। কিন্তু এজ অব নাও ওইভাবে কোনো রকমের পক্ষপাতিত্ব বা কারও এজেন্ডা বাস্তবায়ন করার মানসিকতা এখনও আমাদের ভেতরে জন্ম নেয় নাই। আমি স্পষ্ট করে জানাতে চাচ্ছি, আমরা তো সমস্যা বন্ধ করতে পারব না। আপনাদের দায়িত্ব নিতে হবে।’

সংলাপে নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশিদা সুলতানা, আহসান হাবীব খান, মো. আলমগীর ও আনিছুর রহমানসহ ইসি সচিব খন্দকার হুমায়ুন কবীর উপস্থিত ছিলেন। আর এনডিএম’র ১০ সদস্যর এনডিএম প্রতিনিধি দলে ছিলেন- দলটির চেয়ারম্যান ববি হাজ্জাজ, ভারপ্রাপ্ত মহাসচিব হুমায়ুন পারভেজ খান, যুগ্ম মহাসচিব মোমিনুল আমিন, সাংগঠনিক সম্পাদক লায়ন নুরুজ্জামান হীরা, যুগ্ম বিভাগীয় সম্পাদক (চট্টগ্রাম) অ্যাডভোকেট এমরান চৌধুরী, ব্যরিস্টার শাহেদুল আলম, এনডিএম সদস্য নাইজেল মেন্ডিস, অ্যাডভোকেট নুর উল্লাহ খান ও খালেদ মাহমুদ জুবায়ের।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/পিটিএম

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন