বিজ্ঞাপন

ঢামেকে নারীর মৃতদেহ ফেলে পালালো ২ ব্যক্তি

July 18, 2022 | 6:59 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে এক নারীর মৃতদেহ ফেলে পালিয়ে গেছে দুই ব্যক্তি। সোমবার (১৮ জুলাই) বেলা পৌনে ৩টার দিকে মুখমণ্ডল ও থুতনিতে আঘাত পাওয়া এক নারীকে নিয়ে দুই ব্যক্তি ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসেন। সেখানে চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণার পর পরই ওই দুই ব্যক্তি মৃতদেহ রেখে পালিয়ে যায়। এর পর সন্ধ্যা পর্যন্ত ওই মৃতদেহের দাবিদার কাউকে পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

জরুরী বিভাগের টিকিট থেকে ওই নারীর নাম জানা যায় রোকসানা। যার বয়স দেওয়া আছে ৩৮ বছর।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, সোমবার বেলা আনুমানিক পৌনে ৩টার দিকে দুই ব্যক্তি ওই নারীকে অচেতন অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগ নিয়ে আসেন। হাসপাতালের নিয়ম অনুযায়ী টিকিট কাউন্টার থেকে রোকসানা (৩৮) নাম লেখে টিকিট কাটেন। তারপরে নিয়ে যান জরুরি বিভাগের চিকিৎসকের কাছে। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর ওই নারীকে মৃত ঘোষণা করে।

বাচ্চু মিয়া আরও জানান, নিয়ম অনুযায়ী মৃত ব্যক্তির মৃত্যুর প্রমাণপত্র লেখার জন্য ওই দুই ব্যক্তিকে খোঁজ করে হাসপাতাল কতৃপক্ষ। কিন্তু তাদের খুঁজে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, ওই নারীকে মৃত ঘোষণার পরপরই ওই দুই ব্যক্তি মৃতদেহ রেখে পালিয়ে গেছে। সন্ধ্যা পর্যন্ত ওই নারীর কোনো স্বজন পাওয়া যায়নি। মৃতদেহ মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

বিজ্ঞাপন

বিষয়টি শাহবাগ থানাকে পুলিশকে জানানো হয়েছে বলে জানান ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ।

সারাবাংলা/এসএসআর/পিটিএম

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন