বিজ্ঞাপন

২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, শনাক্ত ৪৪৬

July 23, 2022 | 5:11 pm

সারাবাংলা ডেস্ক

ঢাকা: গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে চার জনের মৃত্যু হয়েছে। আগের দিন করোনায় মারা গিয়েছিলেন দুই জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ শনাক্ত হয়েছেন ৪৪৬ জন। এর আগের দিন শনাক্ত হয়েছিলেন ৬২০ জন। এ হিসাবে আগের দিনের তুলনায় করোনা সংক্রমণ কমেছে তবে সংক্রমিত রোগীদের মধ্যে মৃত্যুর সংখ্যা বেড়েছে।

বিজ্ঞাপন

একইসঙ্গে বেড়েছে নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হারও। আগের দিন শনাক্তের হার ছিল ৮ দশমিক ৩৬ শতাংশ শনাক্ত। গত ২৪ ঘণ্টায় এই হার হয়েছে ১০ দশমিক ১০ শতাংশ।

শনিবার (২৩ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের কোভিড ইউনিটের পরিচালক ডা. মো. জাকির হোসেন খানের সই করা করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে ২৪ ঘণ্টার করোনা সংক্রমণ-মৃত্যুর তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে— গত ২৪ ঘণ্টায় দেশে ৪ হাজার ৪৪৭টি নমুনা পরীক্ষা করে ৪৪৬টি নমুনায় করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হলো ২০ লাখ ১ হাজার ৩৪৫ জনের শরীরে।

বিজ্ঞাপন

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণ শনাক্তের হার ১০ দশমিক ১০ শতাংশ। আগের দিন এই হার ছিল ৮ দশমিক ৩৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৪৩৪ জন। আগের দিন সুস্থ হয়েছিলেন ১ হাজার ৭৬৫ জন। এ নিয়ে এখন পর্যন্ত করোনামুক্ত হলেন ১৯ লাখ ৩৪ হাজার ৬৯৩ জন। সংক্রমণ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৬৭ শতাংশ। আগের দিন সংক্রমণ বিবেচনায় শনাক্তের হার ছিল ৯৬ দশমিক ৬২ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ নিয়ে দেশে চার জনের মৃত্যু হওয়ায় এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু হলো ২৯ হাজার ২৬২ জনের। সংক্রমণ বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ।

বিজ্ঞাপন

করোনায় মৃত্যুবরণকারীদের মধ্যে ১৮ হাজার ৬৭৯ জন পুরুষ, ১০ হাজার ৫৮৩ জন নারী। শতকরা হিসেবে পুরুষের মৃত্যু হার ৬৩ দশমিক ৮৩ শতাংশ, নারী মৃত্যুর হার ৩৬ দশমিক ১৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় দেশে ৮৮০টি পরীক্ষাগারে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৬১টি, জিন এক্সপার্ট ল্যাব ৫৭টি এবং র‌্যাপিড অ্যান্টিজেন ল্যাব ৬৬২টি।

সারাবাংলা/একে

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন