বিজ্ঞাপন

‘দেশে ৬ মাসের জ্বালানির মজুত আছে, তবু অপচয় রোধ করতে হবে’

July 28, 2022 | 4:46 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

মেহেরপুর: বর্তমানে দেশে ৬ মাসের জ্বালানির মজুত আছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তবে বিশ্বব্যাপী দাম বাড়তি থাকার কারণে জ্বালানির অপচয় রোধ করার আহ্বান জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে মেহেরপুর জেলা প্রশাসন চত্বরে সাত দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এসময় প্রতিমন্ত্রী ফরহাদ বলেন, যেকোনো জিনিসের আমদানির ক্ষেত্রে ছয় মাসের পরিকল্পনা নিয়ে এগুতে হয়। ছয় মাসের বেশি মালামাল মজুত করার কোনো জায়গা দেশে নেই। সার ও জ্বালানি প্রতিনিয়তই শিপে করে দেশে ঢুকছে। মজুতের অর্ধেক শিপেই থাকে। তাই মজুতেরও কোনো সংকট হবে না।

প্রতিমন্ত্রী বলেন, দেশে ছয় মাসের জন্য প্রয়োজনীয় জ্বালানির রাখার জায়গা নেই। তাই এর বেশি জ্বালানি মজুতও করা যাবে না। তবে এতে দুশ্চিন্তার কোনো কারণ নেই। তবে জ্বালানি তেল বাড়তি দামে কিনতে হচ্ছে বিদেশ থেকে। তাই আমাদের সবকিছুর অপচয় কম করতে হবে। বৈশ্বিক সমস্যার কারণে বিশ্বের প্রতিটি দেশ আজ আক্রান্ত। প্রতিটি দেশে লোডশেডিং শুরু হয়েছে।

বিজ্ঞাপন

উন্নত বিশ্বের দেশগুলোর কথা তুলে ধরে তিনি বলেন, আমেরিকা-ইংল্যান্ড-জাপানের মতো দেশ নিজস্ব ব্যবস্থাপনায় তেল উৎপাদন করে। তারপরও সেসব দেশে লোডশেডিং চলছে। আমরা যেহেতু তেল উৎপাদন করতে পারি না, তাই আমাদের বাড়তি সতর্ক থাকতে হবে।

শীত এলে বিদ্যুতের সংকট কেটে যাবে— এমন আশাবাদ জানিয়ে ফরহাদ হোসেন বলেন, এখন শতভাগ ঘরে বিদ্যুত পৌঁছে দিয়েছে সরকার। তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারাবিশ্বে এ ধরনের সমস্যা তৈরি হয়েছে। বিদ্যুৎ উৎপাদন করতে তেল লাগে। সেই তেলের দাম ব্যাপকভাবে বেড়ে গেছে। আমারা বিপদে পড়তে চাই না বলে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শীত এলে এ সমস্যা কেটে যাবে। তবে আমাদের সচেতন ও সাশ্রয়ী হওয়ার কোনো বিকল্প নেই।

বিজ্ঞাপন

জেলা প্রশাসক ড. মুনছুর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় বন কর্মকর্তা জি এম মোহাম্মদ কবির, পুলিশ সুপার রাফিউল আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক।

গাংনী পৌরসভার মেয়র আহমেদ আলী, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি অধ্যাপক হাসানুজ্জামান মালেকসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষার্থীসহ সরকরি কর্মকর্তা ও রাজনৈতিক নেতারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মৃধা মো. মুজাহিদুল ইসলাম।

এসময় মন্ত্রী মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। সাত দিনব্যাপী এই মেলায় বনজ, ফলদ ও বিভিন্ন ধরনের গাছের চারা নিয়ে অংশ নিচ্ছে ৩০টি স্টল।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিআর

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন