বিজ্ঞাপন

টি-টোয়েন্টিতে হাজার রানের ক্লাবে লিটন

July 30, 2022 | 7:44 pm

স্পোর্টস ডেস্ক

জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাট করতে নামার আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে লিটন দাসের রান ছিল ৯৮০। আর ইনিংসের ৫ম ওভারেই ছুঁয়ে ফেললেন টি-টোয়েন্টি ক্যারিয়ারে হাজার রানের মাইলফলক। ষষ্ঠ বাংলাদেশি হিসেবে এক হাজার রানের মাইলফলকে লিটন দাস।

বিজ্ঞাপন

বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি সর্বোচ্চ রান সংগ্রাহক মাহমুদুউল্লাহ রিয়াদ। রিয়াদের রান ২০৪৩। এরপর একে একে আছেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম এবং সৌম্য সরকার।

এই পাঁচ টাইগার ব্যাটারের পর ষষ্ঠ ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন লিটন। হাজার রানের মাইলফলক স্পর্শ করতে লিটন দাস খেলেছেন ৫১টি ইনিংস। নামের পাশে আছে ৫টি অর্ধশতক।

বাংলাদেশের হয়ে হাজার রান ছোঁয়া ব্যাটারদের মধ্যে স্ট্রাইকরেটের দিক দিয়ে সবার ওপরেই আছেন লিটন দাস। তবে রানের গড়ের দিক দিয়ে তিনি আছেন তিন নম্বরে। বর্তমানে লিটনের রান এক হাজার ১২। ১১৩৬ রান নিয়ে পাঁচ নম্বরে অবস্থান সৌম্য সরকারের।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএস

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন