বিজ্ঞাপন

চতুর্থ সপ্তাহে ৪৭ হলে চলছে ‘পরাণ’

August 5, 2022 | 12:45 pm

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট

ঈদের সপ্তাহ খানেক আগে সেন্সর ছাড়পত্র পায় রায়হান রাফি পরিচালিত ‘পরাণ’। অনন্ত জলিলের ‘দিন দ্য ডে’-এর দাপটে ঈদে মাত্র ১১ হলে মুক্তি পায়। কিন্তু সে দাপট বেশিদিন টিকে নাই। মুক্তির ৪র্থ দিন থেকে হল বাড়তে থাকে ছবিটির, দর্শকদের অতিরিক্ত চাহিদার কারণে। আর এ শুক্রবার (৫ আগস্ট) থেকে ছবিটি দেখা যাবে ৪৭টি সিনেমা হলে।

বিজ্ঞাপন

পরিবেশনা সংস্থা দি অভি কথাচিত্র প্রকাশিত ‘পরাণ’-এর হল লিস্টটি নিচে দেওয়া হল সারাবাংলার পাঠকদের জন্য।

ঢাকার মধ্যে: স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি), স্টার সিনেপ্লেক্স (সীমান্ত সম্ভার, ধানমন্ডি), স্টার সিনেপ্লেক্স (এস কে এস টাওয়ার, মহাখালী), স্টার সিনেপ্লেক্স (সনি স্কয়ার, মিরপুর), ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক)।

ঢাকার বাইরে: লায়ন সিনেমাস (কেরানীগঞ্জ), সিলভার স্ক্রীণ (চট্টগ্রাম), ঝুমুর (জয়দেবপুর, গাজীপুর), পূরবী (ময়মনসিংহ), চিত্রালী (খুলনা), দর্শন (ভৈরব), বিজিবি (সিলেট), অভিরুচি (বরিশাল), মিলন (মাদারীপুর), মালঞ্চ (টাংগাইল), রুপকথা (শেরপুর), মডার্ন (দিনাজপুর), তামান্না (সৈয়দপুর), পূর্বাশা (শান্তাহার), আনন্দ (গুরুদাসপুর), মাধবী (মধুপুর), রাজিয়া (নাগরপুর),অবকাশ (ফুলবাড়ী), আশা (মেলান্দহ), ক্লিওপেট্রা (ধুনট), ঝংকার (বকশীগঞ্জ), পালকি (চান্দিনা), মমতা (মাধবদী), ছন্দা (হাসনাবাদ), বৈশাখী (বাউফল), রাজমহল (চাপাইনবাবগঞ্জ), বিলাস (সাভার), তিতাস (পটুয়াখালী), প্রিয়া (গৌরীপুর), তাজ (গাইবান্ধা), বানী (আলেকজান্ডার), বৈশাখী (কালুখালী), রুনা (চালাকচর), ভাই ভাই (দেওয়ানগঞ্জ), প্রিয়া (ঝিনাইদহ), আকাশ (মাহিগঞ্জ), কথাচিত্র (কটিয়াদী), অন্তর (ফুলবাড়ীয়া), রাজ (কুলিয়ারচর),আলো ছায়া (শরীয়তপুর), পৃথিবী (জয়পুরহাট), সংগীতা (সাতক্ষীরা)।

বিজ্ঞাপন

‘পরাণ’-এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহান। এতে আরও আছেন শিল্পী সরকার অপু, শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী, লুৎফর রহমান জর্জ, রাশেদ মামুন অপু, মিলি বাশার প্রমুখ। সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন ইমন চৌধুরী ও নাভেদ পারভেজ। প্রযোজনা করেছে লাইভ টেকনোলজিস।

সারাবাংলা/এজেডএস

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন