বিজ্ঞাপন

সাউথ জোনকে জেতাতে পারবেন মাশরাফি?

April 23, 2018 | 5:33 pm

স্পেশাল করেসপন্ডেন্ট ।। 

বিজ্ঞাপন

কাজটা কঠিন। শুধু কঠিন বললে ভুল হবে, আসলে তার চেয়েও বেশি কিছু। বিসিএলের শেষ রাউন্ড শুরু হচ্ছে কাল, তবে শিরোপায় এক হাত দিয়ে আছে বিসিবি নর্থ জোন। সম্ভাবনা এখনো আছে প্রাইম ব্যাংক সাউথ জোনের, সেজন্য তাদের শুধু জিতলেই হবে না, পেতে হবে বোনাস পয়েন্টও। একটা আশা অবশ্য আছে সাউথ জোনের, কালকের ম্যাচ দিয়েই এই মৌসুমে প্রথম শ্রেণীর ম্যাচে ফিরছেন মাশরাফি বিন মুর্তজা।

বিসিএলে একটা ম্যাচ খেলবেন, আগেই জানিয়েছিলেন মাশরাফি। তবে প্রথম পাঁচ রাউন্ড খেলেননি, শেষ রাউন্ড দিয়েই আবার মাঠে নামছেন। সর্বশেষ গত সেপ্টেম্বরে খুলনার হয়ে জাতীয় লিগে সাদা পোশাকে নেমেছিলেন। এবার মাশরাফির চ্যালেঞ্জটা আরও বড়, দলকে জেতাতে হবে বড় ব্যবধানেই।

এই মুহূর্তে পয়েন্ট তালিকার দুইয়ে আছে মাশরাফির সাউথ জোন, তাদের পয়েন্ট ৪৭। তবে সবার ওপরে থাকা নর্থ জোনের পয়েন্ট ৬০, দুই দলই কাল মুখোমুখি। জিতলে ১০ পয়েন্ট পাবে সাউথ জোন, তবে সেটা যথেষ্ট হবে না। সেই সঙ্গে ব্যাটিং বা বোলিং বোনাসও পেতে হবে। এক ম্যাচ থেকে সর্বোচ্চ ১৮ পয়েন্ট পাওয়ার সুযোগ আছে, কাগজে কলমে তাই সম্ভাবনাটা এখনো আছে সাউথ জোনের। তাদের অধিনায়ক নুরুল হাসান সোহানও শোনালেন আশার বাণী, ‘এই মুহূর্তে আমরা দুইয়ে আছি। আমাদের লক্ষ্য জয়সহ বোনাস পয়েন্ট পাওয়া, যেন আমরা সবার ওপরে যেতে পারি।’

বিজ্ঞাপন

সোহান মনে করিয়ে দিলেন, মাশরাফির ফেরাটা তাদের উদ্দীপ্ত করবে, ‘আমাদের দলে মাশরাফি ভাই, রাজ ভাই, তুষার ভাইদের মতো অভিজ্ঞরা আছেন, সবাই বেশ ফর্মে আছেন। আশা করি ভালো কিছুই হবে।’

রাজশাহীতে আরেকটি ম্যাচে মুখোমুখি ওয়ালটন সেন্ট্রাল জোন ও ইসলামি ব্যাংক ইস্ট জোন। ৪২ পয়েন্ট নিয়ে সেন্ট্রাল জোন আছে তিনে, ইস্ট জোন এক পয়েন্ট কম নিয়ে চারে। তবে শিরোপার আশা দুই দলেরই প্রায় শেষ হয়ে যাওয়ায় কাগযে কলমে ম্যাচটা শুধুই আনুষ্ঠানিকতার।

 

বিজ্ঞাপন

সারাবাংলা/ এএম/ এসএন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন