বিজ্ঞাপন

কাঁচা মরিচের কেজি ছাড়াল ৩০০ টাকা

August 9, 2022 | 6:02 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: বর্ষা মৌসুমে আবাদ কম হওয়ায় সরবরাহ ঘাটতির কারণে বেশকিছু দিন ধরেই বাড়ছে কাঁচা মরিচের দাম। রাজধানীর বিভিন্ন বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩২০ টাকায়।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৯ আগস্ট) রাজধানীর মতিঝিল, খিলগাঁও, আরামবাগ, সেগুনবাগিচাসহ বেশ কয়েকটি কাঁচাবাজার সরেজমিনে এই চিত্র পাওয়া গেছে। এসব বাজারে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩২০ টাকা। আগের দিন সোমবার (৮ আগস্ট) প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হয়েছে ২৪০ থেকে ২৬০ টাকা। ফলে একদিনের ব্যবধানে প্রতি কেজি মরিচের দাম বেড়েছে ৪০ থেকে ৮০ টাকা।

মতিঝিল মসজিদ মার্কেটের সবজি বিক্রেতা আকবর হোসেন সারাবাংলাকে বলেন, ‘আজ (মেঙ্গলবার) প্রতি পোয়া (২৫০ গ্রাম) কাঁচা মরিচ ৮০ টাকা করে বিক্রি করছি। তবে কেউ এক কেজি কিংবা হাফ কেজি নিলে ৩০০ টাকা কেজি দরে দিচ্ছি।’

তিনি বলেন, ‘বর্ষার কারণে কাঁচা মরিচের দাম বেড়ে গেছে। আগের দিন প্রতিপাল্লা (৫ কোজি) ৯০০ থেকে ১ হাজার টাকায় পাইকারি কিনেছি। ফলে সোমবার প্রতি পোয়া ৬০ টাকা করে বিক্রি করা গেছে। কিন্তু আজ পাইকারি বাজারে দাম বেড়েছে। মঙ্গলবার প্রতিপাল্লা এক হাজার টাকার বেশি পড়েছে। ফলে বাধ্য হয়ে ৩০০ থেকে ৩২০ টাকা কেজি বিক্রি করতে হচ্ছে। কারণ পাঁচ কেজি কাঁচামাল কিনলে প্রায় এক কেজি নষ্ট হয়। ফলে ৩০০ টাকার নিচে কেজি বিক্রি করলে লোকসান পড়তে হয়।’

বিজ্ঞাপন

এদিকে মঙ্গলবার রাজধানীর বেশ কয়েকটি কাঁচাবাজার সরেজমিনে দেখা গেছে, কাঁচামরিচের দাম জিজ্ঞাসা করলে জবাবে প্রায় সব বিক্রেতাই কেজির পরিবর্তে এক পোয়ার দাম ৮০ টাকা, কেউবা আবার ৭৫ টাকা বলে জানান। কিন্তু কোনো বিক্রেতাই এক কেজি কাঁচা মরিচ ৩০০ টাকা কিংবা ৩২০ টাকা বলতে চান না।’

এ ব্যাপারে জানতে চেইলে খিলগাও কাঁচা বাজারের সবজি বিক্রেতা কামরুল সারাবাংলাকে জানান, ‘বেশির ভাগ ক্রেতা এক পোয়া কিংবা হাফ কেজি করে কাঁচামরিচ কেনে। কেউ কেউ আবার ১০০ গ্রামও কিনতে চায়। ফলে আমরা পোয়া হিসাব করে কাঁচামরিচ বিক্রি করি।’

তিনি বলেন, ‘এক কেজি কাঁচা মরিচ ৩২০ টাকা বললে অনেকেই ভয় পেয়ে যায়। তাছাড়াও দাম বেশি হওয়ায় অনেক ক্রেতা আগে যেখানে ২৫০ গ্রাম বা ৫০০ গ্রাম কাঁচা মরিচ কিনত, তারা এখন ১০০ গ্রামের বেশি কিনতে চাচ্ছে না।’

বিজ্ঞাপন

রাজধানীর আরামবাগ বাজারে মঙ্গলবার প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হয় মানভেদে ২৮০ থেকে ৩২০ টাকায়। আগের দিন আগে এ বাজারে বিক্রি হয়েছিল ২০০ থেকে ২৪০ টাকায়। এখানকার সবজি বিক্রেতা মো. মাসুম জানান, কাঁচা মরিচের সরবরাহ কমে যাওয়ায় প্রতিদিনই বাড়ছে এর দাম। এক সপ্তাহ আগেও কাঁচা মরিচ বিক্রি হয়েছে প্রতি কেজি ১৪০ থেকে ১৮০ টাকায়।

তার মতে, বর্ষার কারণে অনেক কাঁচামরিচ ক্ষেতে নষ্ট হয়ে গেছে। আর চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় এর দাম বেড়েছে।

সারাবাংলা/জিএস/পিটিএম

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন