বিজ্ঞাপন

বাংলাদেশের কাছে পাত্তাই পেলো না মালদ্বীপ

April 23, 2018 | 7:06 pm

স্টাফ করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: বঙ্গবন্ধু আন্তর্জাতিক ভলিবলের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ তাদের জয়যাত্রা অব্যাহত রেখেছে। আধিপত্যের সঙ্গে গ্রুপ পর্বের দুটি ম্যাচ জিতেছে। প্রথম ম্যাচে নেপাল আর দ্বিতীয় ম্যাচে মালদ্বীপকে উড়িয়ে দিয়ে শেষ চারে পা রেখেছে লাল-সবুজরা।

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে পৌঁছে গেছে আলিপো আরোজির শিষ্যরা। আজ সোমবার বিকালে মিরপুরের সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে। সরাসরি তিন সেট জিতে নিয়েছে টাইগাররা।

বিজ্ঞাপন

এদিকে টানা দুই হারে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলো মালদ্বীপ। গ্রুপ এ থেকে রানারআপ হয়ে সেমিতে পা রেখেছে নেপালও।

তুলনামূলক দূর্বল দলই মালদ্বীপ। সবশেষ তিনবারের মুখোমুখিতে দুইবার বাংলাদেশের কাছে হেরেছে দলটি। দুটি জয় এশিয়ান সিনিয়র সেন্ট্রাল জোনস ভলিবল চ্যাম্পিয়নশিপে। আজ মালদ্বীপের তৃতীয়বারের হার। তবে একটা জয় আছে বাংলাদেশের বিপক্ষে। ভারতে অনুষ্ঠিত ২০১৬ সালে দক্ষিণ এশিয়ান গেমসের জয় পেয়েছিল দেশটি।

প্রথম ম্যাচে জয় পেয়েই শেষ চারে এক ধাপ পা রেখে দিয়েছিল বাংলাদেশ। আজ অপেক্ষাটা ছিল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার। আকাঙ্খিত জয়ে খুশি জাতীয় দলের অধিনায়ক হরশিত বিশ্বাস, ‘জয়টা প্রত্যাশিত ছিল। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে পা রাখতে পেরে ভালো লাগছে। তবে, আমরা ফাইনাল ছাড়া কিছু ভাবছি না। আশা করবো সেমি জিতে ফাইনালে খেলবো।’

বিজ্ঞাপন

এদিকে গ্রুপ বি তে উজবেকিস্তান গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে নেপালকে পাচ্ছে। তবে বাংলাদেশের বিপক্ষ দল এখনো চূড়ান্ত হয়নি। কিরগিস্তান আর তুর্কেমিনিস্তানের মধ্য থেকে জয়ী দলকে পাচ্ছে বাংলাদেশ। মঙ্গলবার (২৪ এপ্রিল) দুই দলের খেলাটি আছে। তাই কালকেই চূড়ান্ত হবে বাংলাদেশের প্রতিপক্ষ।

 

সারাবাংলা/জেএইচ/এসএন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন