বিজ্ঞাপন

আরও গোল চায় আবাহনী

April 23, 2018 | 8:50 pm

স্টাফ করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: কলাবাগান মাঠে রুবেল-কোজিমোরা নিমগ্ন অনুশীলনে। কেউ কেউ গোলমুখে বল নিয়ে ডি বক্সের বাইরে থেকে শট নিচ্ছেন, সোহেল বারের সামনে গোল পাহাড়ায় ঘাম ঝড়িয়ে যাচ্ছেন। কোচ সাইফুল বারী টিটু জয়ের অংক কষছেন।

সব প্রস্তুতি সফরকারী দল আইজলকে উড়িয়ে দেয়ার। প্রথম লেগে যে ভারত চ্যাম্পিয়নদের তাদের মাটিতেই ধরাশায়ী করে দেশে ফিরেছে ঢাকা আবাহনী।

দেশের ঘরোয়া ফুটবলের ‘বাঘরা’ আন্তর্জাতিক প্রতিযোগিতায় গেলেই ‘বিড়াল’ এমন বঞ্চনা কান পেতে শুনতে হয়েছে ঢাকা আবাহনীর। এএফসি কাপে সবশেষ ম্যাচে ভারত চ্যাম্পিয়নদের হারিয়ে সমালোচনার কড়া জবাবও দিয়েছে আকাশী-নীল জার্সিধারীরা। এবার মুখিয়ে আছে ঘরের মাঠে সফরকারী আইজলকে গোলবন্যায় ভাসাতে।

বিজ্ঞাপন

আন্তর্জাতিক এ টুর্নামেন্টে টিকে থাকতে আরও গোল চায় দেশের লিগ চ্যাম্পিয়নরা। তাই স্ট্রাইকারদের নিয়ে আক্রমণভাগ সাজাচ্ছেন আবাহনী কোচ সাইফুল বারী টিটু । ই গ্রুপে তিন নম্বরে অবস্থান করছে আবাহনী। গোল ব্যবধান বাড়িয়ে পয়েন্ট টেবিলে শক্ত অবস্থান তৈরি করতে চায় তারা।

তাই স্ট্রাইকার সানডে সিজোবা, এমেকা আর এশিয়ান কোটায় খেলতে আসা সেইয়া কোজিমোকে নিয়ে কোচ মাঠে সময়ও বেশি দিলেন আজ। টিটুর কথায়ও গোল বুভুক্ষা স্পষ্ট, ‘আমরা তাদের মাটিতে জয় নিয়ে ফিরেছি। আশাবাদী বড় ব্যবধানে জিতবো। তাই ঘরের মাটিতে ম্যাচ নিয়ন্ত্রণে রেখে ভালো খেলার চেষ্টা করবো।’

দলে আগের ম্যাচের সবাই থাকছে। কারও ইন্জুরি নেই। পুরো শক্তি নিয়েই ২৫ এপ্রিল বিকাল সাড়ে ৪টায় নামছে লিগ চ্যাম্পিয়নরা। আইজলের বিপক্ষে ৩-০ ব্যবধানে দাপটিয় জয় সেই হালে বাতাস দিবে ভালোভাবেই।

বিজ্ঞাপন

সবশেষ ম্যাচে দুর্দান্ত গোল করা রুবেল মিয়া যথার্থই বলেছেন, ‘নিজের মাটিতে সর্বোচ্চটাই দিবো। জয়ের বিকল্প নেই।’

এর আগে এএফসি কাপে নিজের মাটিতে নিউ রেডিয়েন্টের বিপক্ষে হার দিয়ে প্রথম ম্যাচ ‍শুরু করেছিল আবাহনী। দ্বিতীয় ম্যাচে অনেকটা দ্বিতীয় সারির খেলোয়াড়দের নিয়ে গড়া ব্যাঙ্গালুরুর বিপক্ষে হার। একই ব্যবধানে। এক গোলের হার। এবার নিজেদের তৃতীয় ম্যাচ আইজলকে হারিয়ে টুর্নামেন্টে টিকে রয়েছে আবাহনী।

 

সারাবাংলা/জেএইচ

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন