বিজ্ঞাপন

ছাত্রলীগকে আর ছাড় দেওয়া হবে না: বামজোট

August 14, 2022 | 9:19 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: ছাত্রলীগের অসভ্যতা, গুণ্ডামিকে আর বিনা চ্যালেঞ্জে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন চট্টগ্রামের বাম গণতান্ত্রিক জোটের নেতারা। চট্টগ্রামে ছাত্র ইউনিয়ন ও যুব ইউনিয়নের কর্মসূচিতে নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে আয়োজিত সমাবেশে বাম নেতারা এ কথা বলেন।

বিজ্ঞাপন

রোববার (১৪ আগস্ট) বিকেলে নগরীর সিনেমা প্যালেস মোড়ে বাম গণতান্ত্রিক জোটের এ সমাবেশ হয়।

সমাবেশে চট্টগ্রাম জেলা সিপিবির সভাপতি অশোক সাহা বলেন, ‘চট্টগ্রামের বোয়ালখালীতে স্যার আশুতোষ সরকারি কলেজে অনিয়ম-দুর্নীতির প্রতিবাদ করতে গিয়ে ছাত্রলীগের হামলায় ১০ জন ছাত্র ইউনিয়নের সাবেক-বর্তমান নেতা আহত হয়েছেন। অথচএটি সরকারের বিরুদ্ধে কোনো কর্মসূচি ছিল না, ছাত্রলীগের বিরুদ্ধে কোনো কর্মসূচি ছিল না। এরপর সেই হামলার প্রতিবাদ করতে গিয়ে চট্টগ্রাম শহরে ছাত্র ইউনিয়ন ও যুব ইউনিয়নের নেতাকর্মীরা ছাত্রলীগের আরেকদফা হামলার শিকার হয়। বিনা উসকানিতে ছাত্রলীগের গুণ্ডারা লাঠি, হকিস্টিক, লোহার রড নিয়ে হামলা করে। তাদের হামলা থেকে রেহাই পায়নি প্রতিবন্ধী ছাত্র ইউনিয়ন কর্মী অরিত্রও। নারী কর্মীদের গায়েও তারা হাত তুলেছে। আহত করা হয়েছে আরও ১০-১২ জনকে।’

‘হামলার সময় ছাত্রলীগের সন্ত্রাসীরা বলেছে- সরকারের বিরুদ্ধে কথা বলায়, ছাত্রলীগের বিরুদ্ধে কথা বলায় নাকি তারা হামলা করেছে। আমরা বলতে চাই, সরকারের বিরুদ্ধে কথা, সরকারের সমালোচনা করা প্রত্যেক নাগরিকের গণতান্ত্রিক অধিকার। আমরা দেখতে পাচ্ছি, যতই দিন যাচ্ছে, সরকার আরও বেশি কর্তৃত্বপরায়ণ হয়ে উঠছে। এ কারণে যারা সরকারের বিরুদ্ধে মানুষের পক্ষে ন্যায্য কথা বলে তাদের কণ্ঠরোধ করার জন্য ছাত্রলীগের গুণ্ডাদের মাঠে নামিয়ে দিয়েছে।’-যোগ করেন তিনি।

বিজ্ঞাপন

অশোক সাহা বলেন, ‘গুণ্ডামি করে, অসভ্যতা করে, হামলা-নির্যাতন চালিয়ে বাম প্রগতিশীল শক্তির কণ্ঠরোধ করা যাবে না। আমরা সরকারের অগণতান্ত্রিক আচরণের বিরুদ্ধে কথা বলে যাব। আমরা লুটপাটের বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমাদের লড়াই জারি রাখব।’

সভাপতির বক্তব্যে চট্টগ্রামের বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাসদ (মার্কসবাদী) নেতা সফি উদ্দিন কবির আবিদ বলেন, ‘ছাত্রলীগের চরিত্র এখন আর ছাত্র সংগঠনের চরিত্র নেই। বর্তমানে যে সরকার ক্ষমতায় আছে, তারা কর্তৃত্ববাদী, স্বৈরতান্ত্রিক, ফ্যাসিস্ট আচরণের সরকার। ছাত্রলীগ এই ফ্যাসিস্ট সরকারের লাঠিয়াল বাহিনীতে পরিণত হয়েছে। ছাত্রলীগ সারাদেশে বিভিন্ন স্থানে বাম সংগঠনের নেতাকর্মীদের ওপর ধারাবাহিক হামলা চালিয়ে আসছে। সামনে হয়ত আরও কঠিন সময় আসছে, ছাত্রলীগ আরও বেপরোয়া আচরণ করতে পারে, সরকার আরও বেশি কর্তৃত্ববাদী আচরণ করতে পারে। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, ছাত্রলীগের অসভ্যতাকে আর ছাড় দেয়া হবে না। এখন থেকে প্রতিরোধ গড়ে তোলার জন্য বাম নেতাকর্মীদের জনগণকে সঙ্গে নিয়ে প্রস্তুত থাকতে হবে।’

বাসদ চট্টগ্রাম জেলার ইনচার্জ আল কাদেরি জয়, সিপিবি দক্ষিণ জেলার সভাপতি কানাই লাল দাশ এবং চট্টগ্রাম জেলার সহকারী সাধারণ সম্পাদক নুরুচ্ছাফা ভূঁইয়া সমাবেশে বক্তব্য রাখেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/এএম

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন