বিজ্ঞাপন

বেপরোয়া গাড়ি ঠেকাতে মোবাইল কোর্ট অব্যাহত, ৩৯টি মামলা

April 24, 2018 | 6:07 pm

।। স্টাফ করেসপন্ডেন্ট।।

বিজ্ঞাপন

ঢাকা: বেপরোয়া গাড়ি চলাচল নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩৯টি মামলায় ১ লাখ ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৪ এপ্রিল) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মিরপুর-১৩, টেকনিক্যাল মোড় ও শ্যামলীতে এ অভিযান পরিচালনা করা হয়।

নির্বাহী ম্যাজিট্রেট মুহাম্মদ আব্দুর রহিম সুজনের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

বিজ্ঞাপন

নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রহিম সুজন সারাবাংলাকে জানান, বেপরোয়া গাড়ি চলাচল নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের নিয়মিত কাজের অংশ হিসেবে মঙ্গলবারও রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এর মধ্যে মিরপুর-১৩, টেকনিক্যাল মোড় ও শ্যামলী এলাকায় অভিযান চালিয়ে ৩৯টি মামলা দায়ের করা হয়। এতে ১ লাখ ১৭ হাজার ৭শ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া বেপরোয়াভাবে ও লাইসেন্সবিহীন গাড়ি চালানোর অভিযোগে চারজন চালককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

সড়ক দুর্ঘটনারোধে সোমবারও ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয় বলে জানান এ নির্বাহী ম্যাজিস্ট্রেট।

তিনি জানান, ঢাকায় সাতটি ও চট্টগ্রামে তিনটিসহ মোট ১০টি ভ্রাম্যমাণ আদালত রয়েছে। নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আদালত পরিচালনা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডকে/টিএম

** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন