বিজ্ঞাপন

আমি উত্তর দেবো না: জামায়াত ইস্যুতে ফখরুল

August 29, 2022 | 7:16 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: ২০ দলীয় জোটে থাকা না থাকা নিয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বক্তব্য সম্পর্কে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে জোটের প্রধান শরিক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এখন বলে লাভ নেই। আমি উত্তর দেবো না। আপনারা (সাংবাদিকরা) কী বলবেন, সেটাও আমি জানি। আমি উত্তর দেবো না।’

বিজ্ঞাপন

সোমবার (২৯ আগস্ট) দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এভাবেই বিষয়টি এড়িয়ে যান তিনি।

তখন একজন সাংবাদিক বলেন, ‘এটাতে আমার গণতান্ত্রিক অধিকার হরণ করা হচ্ছে।’ এ পর্যায়ে মির্জা ফখরুল বলেন, ‘আপনার গণতান্ত্রিক অধিকারের প্রতি সম্মান রেখেই বলছি, আমারও গণতান্ত্রিক অধিকার আছে উত্তর না দেওয়ার।’

সম্প্রতি জামায়াতে ইসলামীর মজলিশে শূরার এক ভার্চুয়াল সভায় দলটির আমির শফিকুর রহমান বলেন, ‘২০ দলীয় জোট আর কার্য্কর নেই। বিএনপি এই জোট কার্য্কর করতে চায় না। বছরের পর বছর ধরে এই ধরনের অকার্য্কর জোট চলতে পারে না। আমরা তাদের (বিএনপি) সঙ্গে খোলামেলা আলোচনা করেছি। এরসঙ্গে তারা ঐকমত্য পোষণ করেছে। তারা আর কোনো জোট করবে না। এখন যার যার অবস্থান থেকে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব।’

বিজ্ঞাপন

গত ১৪ আগস্ট অনুষ্ঠিত মজলিশে শূরার ওই সভার একটি ভিডিও ক্লিপ রোববার (২৮ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

১৯৯৯ সালের জানুয়ারিতে জাতীয় পার্টি (এরশাদ), জামায়াতে ইসলাম ও ইসলামী ঐক্যজোটকে নিয়ে খালেদা জিয়া চারদলীয় জোট গঠন করেন। ১/১১ এর ঘটনাবলীর পরে ২০১২ সালে ১৮ এপ্রিল চারদলীয় জোটের কলেবর বাড়িয়ে ২০ দলীয় জোট করেন বিএনপি চেয়ারপারসন।

বর্তমানে ২০ দলীয় জোটে জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি (কাজী জাফর), ইসলামী ঐক্যজোট, খেলাফত মজলিশ, এলডিপির দুই অংশ, কল্যাণ পার্টি, লেবার পার্টি, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), বাংলাদেশ মুসলিম লীগ, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) দুই অংশ, ডেমোক্রেটিক লীগ (ডিএল), সাম্যবাদী দল, জমিয়তে উলামায়ে ইসলামের দুই অংশ, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি), ইসলামিক পার্টি, ন্যাপ ভাসানী, বাংলাদেশ ন্যাপ, পিপলস লীগ ও জাতীয় দল নামে নিবন্ধিত অনিবন্ধিত মিলে ২৩ দল রয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/এএম

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন