বিজ্ঞাপন

৯ নিত্য পণ্যের দাম নির্ধারণ নিয়ে ভিন্ন মত ২ মন্ত্রীর

August 30, 2022 | 10:24 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: আন্তজার্তিক বাজারে পণ্যের দাম ঊর্ধ্বমুখীর অজুহাত দেখিয়ে দেশের বাজারে পণ্যের দাম বাড়ানোর নজির প্রায় সময়ই দেখা যায়। এমনকি বিশ্ববাজারে দাম কমলেও দেশের বাজারে সেই বাড়তি দাম আর কমে না। এমন পরিস্থিতিতে নিত্যপ্রয়োজনীয় নয়টি পণ্যের দাম নির্ধারণ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বাজার পর্যবেক্ষণ করে এসব পণ্যের দাম নির্ধারণ করে দেবে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। কিন্তু বাণিজ্য মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তে দ্বিমত জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। তার মতে, এভাবে ভোগ্য পণ্যের দাম নির্ধারণ করা যায় না।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুরে সচিবালয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নির্ধারণ সংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তখন তিনি জানান, ভোজ্যতেলের মতো চাল, ডাল, গম, চিনি, পেঁয়াজ, রড, সিমেন্ট, চাসহ মোট নয়টি পণ্যের দাম নির্ধারণ করে দেওয়া হবে। আগামী পনেরো দিনের মধ্যে ট্যারিফ কমিশন অংশীজনদের সঙ্গে আলোচনা করে বাজার পর্যবেক্ষণ শেষে নতুন দাম নির্ধারণ করবে। যদি সে দামের বাইরে গিয়ে কেউ বেশি রাখার চেষ্টা করে তাহলে সরাসরি তাদের বিরুদ্ধে মামলা করার নির্দেশও দেন বাণিজ্যমন্ত্রী।

এর কিছুক্ষণ পরেই এ বিষয়ে কথা বলেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। নিত্যপণ্যের দাম বেঁধে দেওয়ার এ উদ্যোগ কতটা বাস্তবসম্মত? গণমাধ্যমকর্মীদের এমন প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী কিছুটা বিরক্তি নিয়েই বলেন, ‘এভাবে দাম বেঁধে দিয়ে বাজার নিয়ন্ত্রণ করা কঠিন। এ প্রশ্নের জবাব তো ট্যারিফ কমিশন ও বাণিজ্য মন্ত্রণালয় দেবে।’

কৃষিপণ্য তো তার মন্ত্রণালয়ের আওতায়। তাহলে এ বিষয়টি বাণিজ্য মন্ত্রণালয় দেখবে কেন? এ সংক্রান্ত প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বলেন, ‘এভাবে বাজার নিয়ন্ত্রণে রাখা সম্ভব নয়। মার্কেটে সরবরাহ ও চাহিদা সবমিলিয়ে অর্থনৈতিক বেসিক থিউরি। সেনাবাহিনী দিয়ে মিগ ফিট করে কিছু করা যায় না।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘ভোগ্য পণ্যের দাম নির্ধারণের বিষয়ে কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে কোনো আলোচনা করেনি বাণিজ্য মন্ত্রণালয়।’ বর্তমান চালের বাজার বাড়তি সম্পর্কে কৃষিমন্ত্রী বলেন, ‘আমরা বিদেশ থেকে চাল আমদানি করছি, আমরা ওএমএস দিচ্ছি। এ উদ্যোগে আশা করি চালের দাম কমবে।’

উল্লেখ্য, জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে বিশ্ববাজারে প্রায় সকল পণ্যের দাম বাড়তি ছিল। যা পর্যায়ক্রমে কমতে শুরু করেছে। কিন্তু দেশের বাজারে এর কোনো প্রভাব পড়েনি। যে কারণে পণ্যের দাম নির্ধারণ করে দিতে চাচ্ছে সরকার। বাণিজ্যমন্ত্রী বলেছেন, ‘দেশের বাজারে জ্বালানি তেলের দাম কমায় পণ্যমূল্য কতটা সমন্বয় করা যায় তা পর্যালোচনা করেই ঠিক করা হবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/পিটিএম

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন