বিজ্ঞাপন

আত্মহত্যা করেছিলেন বড় ভাই, ৮ বছর পর ছোট ভাইয়েরও আত্মহনন

September 1, 2022 | 8:44 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: আট বছর আগে বড় ভাই গলায় ফাঁস লাগিয়ে ‘আত্মহত্যা’ করেন। বাবা-মায়ের বুক জুড়ে ছিল একমাত্র ছোট ছেলে। সেই ছেলেও বেছে নিল আত্মহননের পথ। চলে গেল পৃথিবীর মায়া ছেড়ে। বাবা-মায়ের জন্য রেখে গেল শুধুই হাহাকার।

বিজ্ঞাপন

হৃদয়বিদারক এ ঘটনাটি ঘটেছে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার আসকার দিঘীর পাড় এলাকায় বুধবার (৩১ আগস্ট) রাতে।

মৃত অরিত্র ঘোষ (২০) চট্টগ্রামের সরকারি হাজী মুহাম্মদ মহসীন কলেজের এইচএসসি বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। তাদের বাড়ি পটিয়া উপজেলায়। বাসা আসকার দিঘীর পাড় কাঁচাবাজার এলাকায়।

জানা গেছে, ২০১৪ সালের ২ জানুয়ারি অরিত্রের বড় ভাই অন্তু ঘোষ (১৮) নগরীর দেওয়ানজি পুকুর পাড় এলাকার বাসায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছিলেন। তিনি সরকারি সিটি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র ছিলেন। এরপর অরিত্রের বাবা বাসা পাল্টে পরিবার নিয়ে আসকার দিঘীর পাড়ে চলে আসেন। অরিত্রের মা পক্ষাঘাতগ্রস্ত হয়ে শয্যাশায়ী।

বিজ্ঞাপন

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহেদুল কবীর সারাবাংলাকে বলেন, ‘রাতে নিজ বাসায় ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করে অরিত্র। পরিবারের লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় দেখে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কয়েক বছর আগে তার বড় ভাইও একইভাবে আত্মহত্যা করেছিল।’

অরিত্রের কয়েকজন সহপাঠী জানিয়েছেন, প্রেমঘটিত কারণে অরিত্র আত্মহত্যা করেছেন। তবে ওসি জাহিদুল জানিয়েছেন, আত্মহত্যার কারণ নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় একটি ‘অপমৃত্যু’ মামলা হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/পিটিএম

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন