বিজ্ঞাপন

শহীদ মিনারে বেলাল চৌধুরীকে শেষ শ্রদ্ধা

April 25, 2018 | 11:42 am

 স্পেশাল করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

কেন্দ্রিয় শহীদ মিনারে প্রয়াত কবি, সম্পাদক ও ভাষা সৈনিক বেলাল চৌধুরীর প্রতি শেষ শ্রদ্ধা জানানো হচ্ছে। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য বেলা এগারোটার দিকে কবি বেলাল চৌধুরীর মরদেহ শহীদ মিনার প্রাঙ্গনে আনা হয়। প্রথমেই বেলাল চৌধুরীর কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান। এরপর একে একে শ্রদ্ধা জানান বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আনিসুজ্জামান, আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানান দলের সাধারন সম্পাদক সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সমাজকল্যানমন্ত্রী রাশেদ খান মেনন, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এ কে আজাদ, চিত্রশিল্পী রফিকুন্নবী, সংস্কৃতিজন রামেন্দু মজুমদারসহ শিল্প-সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের আরও অনেকে। সম্মিলিত সাংস্কৃতিক জোটের এই আয়োজনে বিপুল সংখ্যক সাধারন মানুষও প্রয়াত কবিকে শ্রদ্ধা জানাতে আসেন।


শহীদ মিনারের শ্রদ্ধা শেষে দুপুর বারোটায় বেলাল চৌধুরীর মরদেহ নিয়ে যাওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিয় মসজিদে। সেখানে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। তারপর মরদেহ নিয়ে যাওয়া হবে ফেনীতে। সেখানে পারিবারিক কবরস্থানে বেলাল চৌধুরীর সমাহিত করা হবে।

সারাবাংলা/পিএম/টিএস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন