বিজ্ঞাপন

চিকিৎসকদের পর্যবেক্ষণে রানি এলিজাবেথ

September 8, 2022 | 7:01 pm

আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন তার চিকিৎসকরা। ৯৬ বছর বয়সী রানির স্বাস্থ্য সংক্রান্ত উদ্বেগের কারণে চিকিৎসকরা তাকে বিশেষ পর্যবেক্ষণে রেখেছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার বাকিংহাম প্যালেস এক বিবৃতিতে জানিয়েছে, স্কটল্যান্ডের বালমোরাল প্যালেসে রানী চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। সেখানেই তিনি স্বাচ্ছন্দ্য বোধ করছেন।

এদিকে বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রানির শারীরিক অবস্থার অবনতির খবর পেয়ে তার পাশে থাকতে বালমোরাল প্যালেসের দিকে রওয়ানা দিয়েছেন রাজপরিবারের সদস্যরা।

হাউজ অব কমন্সের অধিবেশন চলাকালে সদস্যদের মাঝে একটি চিরকুটের মাধ্যমে রানির অসুস্থতার খবর ছড়িয়ে পড়ে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পার্লামেন্ট সদস্যদের উদ্বিগ্ন চেহারা টেলিভিশনে ধরা পড়ে। এর কিছুক্ষণ পরই নতুন প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা এবং স্পিকার চ্যাম্বার ত্যাগ করেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইই

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন